‘টাইমড আউট’ নিয়ে সমালোচনায় মুখর ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার টাইমড আউটের ঘটনা ঘটলো। যদিও আউটটি আইনসিদ্ধ। তবে এর আগে কাউকে এভাবে আউট হতে হয়নি। আর এই অভাবনীয় ঘটনা ঘটিয়ে ইতিহাসে নাম লিখিয়েছে বাংলাদেশ দল।
আইসিসির নিয়মে টাইমড আউট থাকলেও এর প্রয়োগ এতদিন দেখেনি ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আউটের ঘটনা আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। অ্যাঞ্জেলো ম্যাথুস ক্রিজে আসার দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথুসকে আউট ঘোষণা করেন।
অবশ্য ম্যাথুস খানিকটা ধীরগতিতে ক্রিজে এসেছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় ম্যাথুস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন। ড্রেসিংরুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দেন। ম্যাথুস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এই বিলম্ব।
ম্যাথুস আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেও এই নিয়ে আলোচনা থেমে থাকেনি। এই ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে ওয়াকার ইউনুস, রাসেল আরনল্ডরা সাকিবকে পরোক্ষভাবে সমালোচনাই করেছেন। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়িসুলভ আচরণ দেখেননি কখনো।’
এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে স্টেইন সাকিবের এমন আবেদনের পরোক্ষ বিরোধিতা করেছেন। তিনি লিখেছেন, ‘বেশ, এটি মোটেও শোভনীয় (কুল) নয়।’
অনেকে আবার সাকিবের বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন। আইনে টাইমড আউটের বিধান রয়েছে, সাকিব সেটার প্রয়োগ করেছে। আজকের ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। যে জিতবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দৌড়ে এগিয়ে থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে সাকিবের এই আবেদনকে অনেকে অত্যন্ত প্রশংসায় ভাসিয়েছেন। যার মধ্যে রয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজাও। এমনিতে স্লো ওভারের কারণে পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাথুসকে সময় দিলে আরও শাস্তির মুখে পড়তে পারত। তবে সেদিক থেকে দলনেতা হিসেবে সুলভ কাজই করেছেন সাকিব।