আজ দুপুর ২টায় শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ। দু’দলই এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে। নিজেদের মাঠে সেরাটা খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে চায় স্বাগতিকরা। অন্যদিকে, হোম কন্ডিশনে বাংলাদেশ সব সময় কঠিন প্রতিপক্ষ বলে জানিয়েছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক লকি ফার্গুসন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বৃহস্পতিবার দুপুর ২টায়।
২০১৩ সালের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একদিনের ক্রিকেট সিরিজ খেলতে যাচ্ছে। বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই দ্বিপক্ষীয় সিরিজটি খেলছে দু’দল। সিরিজে বাংলাদেশ দল বিশ্রামে রেখেছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে।
তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। এছাড়া দীর্ঘ বিরতির পর সুযোগ পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের প্রথম ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে কিউইদের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলার কথা জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে ২০১০ ও ২০১৩ সালে দু’টি ওয়ানডে সিরিজ খেলে একটিতেও জিততে পারেনি নিউজিল্যান্ড দল। ওই দুই সিরিজেই কিউইরা হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশের কাছে। এছাড়া, বিশ্বকাপ দলে থাকা বেশিরভাগ খেলোয়াড় ছাড়াই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। তাই ঘরের মাঠে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন কিউই অধিনায়ক।
নিউজিল্যান্ড স্কোয়াড : লোকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।
এদিকে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দুইটায়। বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে প্রবলভাবে, তাই ম্যাচ ঘণ্টা দুয়েক বা তারও বেশি সময় পিছিয়ে যেতে পারে। বেশি সময় খরচ হলে খেলা হতে পারে কার্টেল ওভারে। আইসিসির নিয়ম অনুযায়ী, ওয়ানডে ম্যাচে অন্তত ৪০ ওভার খেলা বাধ্যতামূলক, সেক্ষেত্রে প্রতি দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে নিজ নিজ ইনিংসে। এরপর আশ্রয় নেওয়া যাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির।
বাংলাদেশের সামনে থাকছে র্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগও। এ জন্য তিনটি ম্যাচই জিততে হবে। ক্রিকেটপ্রেমীরা অবশ্য আজকের ম্যাচটি নিয়েই ভাবছেন। বৃষ্টিতে যেন ম্যাচটি ভেস্তে না যায়, এমনটাই তাদের চাওয়া।