বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে নির্ধারিত হবে না, বরং সেটি ঠিক করবে বাংলাদেশের জনগণ। সংসদে কারা যাবেন, মসনদে কে বসবে—এই সিদ্ধান্ত দেশের খেটে খাওয়া মানুষ নেবে।
শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখা হয়েছে। কিন্তু আমরা বিভাজনের রাজনীতি নয়, একতার রাজনীতি করব। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে গঠন করব।"
তিনি আরও বলেন, "গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে গড়ে উঠতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। স্বাধীন পুলিশ, বিচার বিভাগ গড়তে পারিনি। আমরা একটি কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু তরুণরা এই বাংলাদেশকে নতুনভাবে গঠন করবে এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পরিচালনা করবে।"
বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, "বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো দেশের প্রেসক্রিপশনের ওপর নির্ভরশীল থাকব না। আমাদের তরুণরা যখন রক্ত দিতে শিখেছে, তখন তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।"
হাসনাত আব্দুল্লাহ বলেন, "প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্দীপনা মিলিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলব। পরিবারতন্ত্রের যুগ শেষ হয়েছে। যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব আসবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা থাকবে।"