স্বপ্নার টেনশনের ঈদ
জাতীয় দলের সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও মডেল কামরুন্নাহার স্বপ্নার এবার ঈদে রাজ্যের টেনশন। এই টেনশনের কারণ তার মেয়ে।
ঈদের পরপরই তার মেয়ের ও’লেবেল পরীক্ষা শুরু হবে। যে কারণে মা হিসেবে তার এই টেনশন। তাই ঈদ আয়োজন এবার অনেকটা আড়লে পড়ে গেছে তার কাছে।
তারপরও মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব বলে কথা। চাইলেও এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাইতো শত টেনশনের মাঝেও তাকে ঈদের আয়োজনে নিজেকে ব্যস্ত রাখতে হচ্ছে।
পরিবারর সবার জন্যূ কেনা কাটা করা। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের পছন্দে খাবার তৈরি করা।
এর পাশাপাশি নিজেরে মা-বাবার প্রতিও দায়িত্ব পালন করতে হয়। তাদের সঙ্গে দেখা করে সালাম করে দোয়া নেওয়াটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
স্বপ্না জানান ছোট বেলার ঈদের আনন্দ খুব বেশি মজার ছিল। ঈদ মানেই ছিল যেন নতুন নতুন জামা-কাপড় কেনা। তিনি বলেন, ‘আমি আর আমার ছোট বোন অনেক মজা করতাম। ঈদের দিন সকাল সকাল ঘুম থকে উঠে পড়তাম।
আম্মু আমাদের গোসল করিয়ে তৈরি করে দিতেন। তারপর আমাদের বাসায় অনেক আত্মীয়-স্বজন আসতেন। চাচা-ফুফু-খালারা আমাদের মগবাজারের বাসায় আসতেন। অনেক সালামি পেতাম।
এখন ঈদে নিজের শশুড় বাড়ির জন্য স্বপ্না তাই রান্না করেন, যা তারা মাকে দেখে শিখেছেন। তিনি সেভাবে করার চেষ্টা করে থাকেন।
ছোট বেলা অনেক বেশি আগে কেনা-কাটা করতেন বলে জানান স্বপ্না। আগে পেয়ে আনন্দ পেতেন আর এখন দেওয়ার মাঝে আনন্দ পান।
এমপি/এমএমএ/