আশা নিয়ে আইপিএল যাত্রা লিটনের
আইপিএল খেলতে গিয়ে এখনো মাঠে নামা হয়নি মোস্তাফিজুর রহমানের। মাঠে নেমে একের পর এক ম্যাচ হারছে তার দল দিল্লি ক্যাপিটালস এবং বেঞ্চে বসে তা দেখছেন টাইগার পেসার। এরই মধ্যে আশা নিয়ে আইপিএল যাত্রা লিটন দাসের।
রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার বিমান ধরেছেন টাইগার ওপেনার। ১৬তম সংস্করণকে সামনে রেখে গত ডিসেম্বরে নিলামে লিটনকে ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমবারের মতো বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।
দেশ ত্যাগের আগে নিজ প্রত্যাশা জানানোর পাশাপাশি ভক্তদের কাছে সমর্থন চেয়েছেন লিটন। কলকাতা কিনেছিল সাকিব আল হাসানকেও। কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তার পরিবর্তে অন্য খেলোয়াড় নেওয়ার প্রস্তাব দেয় কলকাতা, যা মেনে নিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব।
একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটনকেও। কারণ তিনিও আইপিএলের পুরো মৌসুম খেলার সুযোগ পাবেন না। কিন্তু সাকিবের মতো রাজি হননি লিটন, ধরেছেন ভারতের পথ। এদিকে সাকিবের বিকল্প হিসেবে ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা। তাই ধারণা করা হচ্ছে, মোস্তাফিজের মতোই বেঞ্চ গরম করে সময় কাটতে পারে লিটনের।
তবুও এক বুক আশা টাইগার ওপেনারের। ভারতের বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘কলকাতা যদি খেলায় অবশ্যই চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তেমন কোনো লক্ষ্য নেই, যদি সুযোগ আসে ভালো ক্রিকেট খেলব। ভক্তদের উদ্দেশে একটা কথাই বলব, এখানে যেমন সমর্থন করেছে ওখানে যেন এভাবে সমর্থন করে।’
এসজি