লিজেন্ডসের জয়রথ থামাল টাইগার্স
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়রথে চেপে বসেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। আরেকটি জয় পেলে লিগ টেবিলের শীর্ষে উঠত তারা। কিন্তু সেটা হতে দেয়নি রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। মঙ্গলবার (৪ এপ্রিল) ২৫ রানের জয়ে লিজেন্ডসের জয়রথ থামিয়ে দিয়েছে তারা।
সাভারে বিকেএসপির ৪ নাম্বার গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৮৭ রানের সংগ্রহ পায় টাইগার্স। এরপর লিজেন্ডসকে ২৬২ রানে থামিয়ে দেয় দলটি। আসরে সপ্তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল লিজেন্ডস। অপরদিকে, ষষ্ঠ ম্যাচে টাইগার্স পেল তৃতীয় জয়ের দেখা।
টাইগার্সের জয়ের নায়ক ইমতিয়াজ হোসেন। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। এই ওপেনারের ১০৯ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১০ চার ও ৩ ছক্কার মার। ইমতিয়াজের দিনে হাফসেঞ্চুরির দেখা পান টাইগার্স অধিনায়ক নাঈম ইসলাম (৬৬) এবং অঙ্কিত বাওয়ানে (৬৫*)।
রান তাড়ায় দারুণ খেলেন লিজেন্ডসের পারভেজ হোসেন ইমন এবং চিরাগ জানি। ইমন খেলেন ১১১ রানের ঝলমলে এক ইনিংস। চিরাগ মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে তাদের এই লড়াই বৃথা যায় সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায়। ইমন ও চিরাগ বাদে অন্যদের কেউ পেরোতে পারেনি ২০ রানের কোটা। তাতে ৪৮.২ ওভারে থামে লিজেন্ডসের জয়ের স্বপ্ন।
টাইগার্সের জয়ে বড় অবদান রাখেন মুকিদুল ইসলামও। বল হাতে ৫ উইকেট শিকার করেন তিনি। ২টি উইকেট পান নাসুম আহমেদ। পেসার হাসান মাহমুদ পান ১ উইকেট। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তাদের দল। তৃতীয় স্থানে থাকা লিজেন্ডসের ঝুলিতে জমা পড়েছে ১২ পয়েন্ট।
এসজি