পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের নেতৃত্বে লাথাম
আইপিএলে খেলতে গিয়ে চোট বাঁধিয়েছেন কেন উইলিয়ামসন। হাঁটুর ইনজুরিতে পড়ায় নিয়মিত অধিনায়ককে পাকিস্তান সফরে পাচ্ছে না নিউজিল্যান্ড। উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্বভার থাকবে টম লাথামের উপর।
পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য আগেই লাথামকে অধিনায়ক ঘোষণা করে টি-টোয়েন্টি দল প্রকাশ করে সফরকারীরা। মঙ্গলবার (৪ এপ্রিল) ঘোষণা করা ওয়ানডে দলেও এই ওপেনারকে রাখা হয়েছে নেতৃত্বে।
আসন্ন সফরটিতে টিম সাউদি, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার এবং ফিন অ্যালেনের সার্ভিস পাবে না নিউজিল্যান্ড। এদের প্রত্যেকে ব্যস্ত সময় পার করছেন আইপিএলে।
১৪ এপ্রিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে করাচিতে। একই ভেন্যুতে সিরিজের পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ১৫, ১৭ ও ২০ এপ্রিল। লাহোরে শেষ টি-টোয়েন্টি ম্যাচ গড়াবে ২৪ এপ্রিল। একই ভেন্যুতে দুই দলের প্রথম দুই ওয়ানডে হবে ২৬ ও ৩০ এপ্রিল। রাওয়ালপিন্ডিতে শেষ তিন ম্যাচ হবে ৩, ৫ ও ৭ মার্চ।
নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বোয়েস, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।
এসজি