ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থায়ী আসন পাচ্ছেন ধোনি
মহেন্দ্র সিং ধোনির বিগ-হিট। বল উড়িয়ে আছড়ে ফেললেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে। সঙ্গে সঙ্গে বিশ্বকাপ জয়ের উল্লাস মাতে গোটা ভারত। ২০১১ সালে যেখানে বিশ্বজয়ের নায়ক ছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক, মুম্বাইয়ে সেই ভেন্যুতে স্থায়ী আসন পাচ্ছেন ধোনি।
আইকনিক স্টেডিয়ামের একটি নির্দিষ্ট আসনের নাম ধোনির নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সর্বোচ্চ পরিষদ।
এমসিএ প্রেসিডেন্ট অমল কালে জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ওই ফাইনালে ধোনি যে জায়গাটিতে ম্যাচ উইনিং ছক্কা মেরেছিলেন, সেটি চিহ্নিত করা হয়েছে এবং সাবেক ভারতীয় অধিনায়কের বীরত্বকে সম্মান জানাতে সর্বসম্মতিক্রমে তার নামে একটি স্থায়ী আসন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অমল কালে স্পোর্টস্টারকে বলেছেন, ‘বলটি যে জায়গায় পড়েছিল আমরা সেটি চিহ্নিত করেছি। তবে আসনটির উদ্বোধন কবে করা হবে তা এখনো ঠিক হয়নি। আমরা এখনো তারিখটি চূড়ান্ত করতে পারিনি। ধোনির সঙ্গে যোগাযোগ করব এবং তার কাছ থেকে একটি উপযুক্ত সময় চাইব।’
৮ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস খেলবে। ওই দিন এমসিএ কর্মকর্তারা প্রাথমিকভাবে ধোনির উপস্থিতিতে আসনটি উদ্বোধন করার পরিকল্পনা করেছেন।
এসজি