পিটার মুরের ডাবল অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে একজন খেলোয়াড়ের একবারই অভিষেক হয়। কিন্তু পিটার মুরের হয়েছে দুইবার। একবার নিজ দেশ জিম্বাবুয়ের হয়ে, আরেকবার আয়ারল্যান্ডের হয়ে।
৩২ বছর বয়সী পিটার জোসেফ মুর জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছিলেন। একসময় তিনি জিম্বাবুয়ে দলের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়ানডে ক্রিকেট দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। এরপর ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে অভিষেক হয় টি-টোয়েন্টি ক্রিকেটে। সবশেষে অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। ২০১৬ সালেই আগস্টে বুলাওয়েতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেছিলেন প্রথম টেস্ট। আবার বাংলাদেশের বিপক্ষেই ২০১৮ সালে মিরপুরেই তিনি খেলেছিলেন শেষ টেস্ট।
২০২১ সালে পিটার মুর আয়ারল্যান্ডের পাসপোর্ট নিয়ে সেই দেশের নাগরিক হয়ে যান। এরপর আজই (৪ এপ্রিল) তিনি প্রথম খেলতে নামেন দেশটির হয়ে। কিন্তু যাত্রাটা সুখকর হয়নি। মাত্র ১ রান করে তাইজুল ইসলামের বলে মিড অফে তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি।
এমপি/এসজি