প্রথম সেশন বাংলাদেশের
এমনিতেই টেস্ট ক্রিকেটে দর্শক কম হয়ে থাকে। সেখানে আবার রমজান মাস। দর্শক সংখ্যা আরও কম হওয়াটাই স্বাভাবিক। এরই মাঝে আবার দিনের শুরুটা হয়েছে বঙ্গবাজারে ভয়াবহ আগুণ লাগার খবর শুনে।
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের খবর জানার চেয়ে বঙ্গবাজারে আগুনের পরিস্থিতির সর্বশেষ খবর জানার দিকেই মানুষের আগ্রহ বেশি।
তাই অন্য সময় যখন হাতের ডিভাইস ক্রিকেটের আপডেট জানায় ব্যস্ত থাকত, সেখানে জানা হচ্ছে বঙ্গবাজারের আগুনের সংবাদ।
তারপরও ক্রিকেট প্রেমিরা মিরপুর টেস্টের আপডেট জানার জন্য ডুকে দেখতে পেয়েছেন প্রথম দিনের প্রথম সেশনটি বাংলাদেশে নিজেদের করে নিতে পেরেছে। অতিথিদের ৩ উইকেট তুলে নিয়ে রান করতে দিয়েছে ৬৫।
বাংলাদেশের সেরা একাদেশে তিন পেসার দেখেই বুঝা যাচ্ছে পিচে ঘাসের ছোঁয়া আছে। এ রকম পিচে টস জিতে পেসারদের হাতে বল তুলে দিতেই চাইবেন অধিনায়ক। কিন্তু আইরিশদের বিপক্ষে মুদ্রা নিক্ষেপে ভাগ্য পরীক্ষায় বাংলাদেশ আবারও হতাশ হয়। তবে ফলাফল আসে নিজেদের পক্ষেই। টস জিতে নিজেরাই ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ৪ বছর পর টেস্ট খেলতে নামা আইরিশদের সেরা একাদশে সাত জনেরই অভিষেক হয়। বাংলাদেশের সেরা একাদশে অনুমিত পরিবর্তনই হয়েছে তিনটি। শঙ্কা দূর করে তামিমও খেলছেন টেস্ট।
২০১৭ সালে টেস্ট খেলার সনদ পাওয়া আয়ারল্যান্ড ২০১৯ সালের পর টেস্ট খেলতে নামাটাই যেন তাদের কাছে অনেক বড় পাওয়া। তাই তারা খেলাটিকে উপভোগ হিসেবেই নিয়েছেন। এই উপভোগের মাঝেই যতটা সম্ভব নিজেদের মেলে ধরা। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বার্তা ছিল আগ্রাসী ক্রিকেটের। সেখানে প্রথম সেশন বাংলাদেশ নিজেদের করে নিতে পেরেছে।
আয়ারল্যান্ডের যে সূচনা ছিল, সে তুলনায় প্রথম সেশনে তাদের ৩ উইকেট হারানো ছিল অনেক কল্যাণকর। কারণ ১০ ওভারের মাঝেই দুই ওপেনার সাজ ঘরে। তাসকিনের ইনজুরিতে সুযোগ পাওয়া শরিফুল প্রথম সাফল্য এনে দেন মারি কামিন্সকে এলবিডব্লিউ আউট করে। তিনি রান করেন মাত্র ৫। আরেক ওপেনার জেমস ম্যাককালামকে ফিরিয়ে দেন এবাদত হোসেন ১৫ রানে। এবাদতের দ্বিতীয় ওভারে স্লিপে ক্যাচ ধরেন নাজমুল হোসেন। এ সময় দলের রান ছিল মাত্র ২৭।
পিচ থেকে পেসারার বেশসুবিধাও পাচ্ছিলেন। তাতে মনে হয়েছিল আইরশিদের উপর আরও আঘাত আসবে। কিন্তু অধিনায়ক অ্যান্ডি বালবার্নি নবগাত হ্যারি টেক্টরকে নিয়ে প্রতিরোধের ডাক দেন। কিন্তু খুব বেশি দূর যেত পারেননি।
জুটিতে ২১ রান আসার পর বালবার্নিকেই ফিরে যেতে হয় তাইজুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। নিজেকে বাঁচাতে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। হ্যারি টেক্টর ১৮ ও কার্টিস ক্যাম্ফায়ার ৯ রান নিয়ে আবার ব্যাট করতে নামবেন।
আইরিশদের ৩ উইকেট নিলেও প্রথম সেশনেই বাংলাদেশ দুইটি রিভিউ নষ্ট করেছে। লাঞ্চের আগে ২৬ ওভার খেলা হলেও অধিনায়ক সাকিব আল হাসান বল হাতে তুলে নেননি।
এমপি/এমএমএ/