আয়ারল্যান্ডের বিপক্ষে তামিমের টেস্ট খেলা নিয়ে শঙ্কা
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হওয়ার ২৪ ঘণ্টারও কম সময় থেকে একের পর এক ঘটনা ঘটেই চলছে। প্রথমে আসে তাসকিন আহমেদের ইনজুরি। এতে আগামীকাল (৪ এপ্রিল) থেকে শুরু হওয়া টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন।
এরপর খবর আসে তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা। তামিম কোনো ইনজুরিতে পড়েননি। তার ছেলে অসুস্থ। ছেলেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এ কারণেই তার খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, তামিম খেলবে কি না তা এখনো নিশ্চিত নয়। তার ছেলে খুবই অসুস্থ। তাই তার খেলা নিয়ে আমরা নিশ্চিত নই। হয়তো শেষ মুহূর্তে সে খেলতে পারে। আমরা আশা করছি তার খেলার ব্যাপারে।
তামিম ইকবাল আজ (৩ এপ্রিল) সকালে দলের সঙ্গে মিরপুরে এসে যথারীতি ঘাম ঝরিয়েছিলেন। তারপর আগামীকালকের টেস্ট খেলার প্রত্যয় নিয়েই তিনি মাঠ ছেড়েছিলেন। এর আগে ইনজুরির কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলতে পারেননি তিনি।
এমপি/এসজি