এবারের আইপিএলে খেলবেন না সাকিব
আবারও নতুন ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। এবার তিনি আইপিএলেই খেলবেন না বলে সূত্রের বরাত দিয়ে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সাকিবকে এবারের আইপিএলে খেলার জন্য বিসিবি অনাপত্তিপত্র দিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর।
এটা সদ্য পুরাতন হওয়া খবর যে সাকিব চেয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএল খেলতে চলে যেতে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার সঙ্গে এবার লিটন দাসও সুযোগ পেয়েছেন। দুইজনই আবার টেস্ট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক। দুইজনকে ছাড়া সম্ভব না হওয়ায় বিসিবি শেষ পর্যন্ত আর নিজেদের সিদ্ধান্তের পরিবর্তন করেননি। সেই মোতাবেক আইপিএলের অনাপত্তি নাটকের যবনিকা ঘটার পর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় ছিলেন সবাই। আগামীকাল ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে দুই দেশের একমাত্র টেস্ট। কিন্তু তার আগের দিন সন্ধ্যায় জানা গেল তার নতুন এই সিদ্ধান্ত।
জানা গেছে, আইপিএল থেকে সাকিবের সরে দাঁড়ানো কলকাতা নাইট রাইডার্স ও সাকিবের পারস্পরিক বোঝাপড়ায় হয়েছে। সাকিবকে পুরো মৌসুম না পাওয়ায় কেকেআরই সাকিবকে নাকি প্রস্তাব দিয়েছিল চলতি মৌসুম না খেললে তার তার পরিবর্তে অন্য বিদেশি ক্রিকেটারকে তারা দলে নেবেন। সাকিবও তাদের প্রস্তাবে রাজি হয়ে যান। এখানে কেকেআর ও সাকিবের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকও কাজ করেছে।
সাকিব যদি খেলতেন তাহলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেতেন। পরে আবার এই আয়ারল্যান্ডের বিপক্ষেই ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেও আইপিএলের শেষের দিকে কয়েকটি ম্যাচও তিনি খেলার সুযোগ পেতেন।
এমপি/এসজি