মাঠে আসলেও ব্যাট-বল স্পর্শ করেননি সাকিব
কোনো কিছু স্বাভাবিকভাবে চললে তা নিয়ে কোনো আলোচনা হয় না। যখনই সেখানে ব্যত্যয় ঘটে, তখনই শুরু হয় সমালোচনা। সাকিব আল হাসান যেন সেই ‘স্বাভাবিক’ বিষয়টা বজায় রাখতে চান না। তাকে নিয়ে তাই আলোচনা-সমালোচনা চলতেই থাকে। আইপিএলের অনাপত্তিপত্র নিয়ে ‘নাটক’ শেষ হয়ে যাওয়ার পর মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের খেলা শেষ না করেই হেলিকপ্টারে করে সাভার থেকে ঢাকায় ফিরে এসে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিপণন কাজে অংশ নেন। এ নিয়ে হয় আরেক দফা সমালোচনা। কিন্তু এই সব সমালোচনা কখনই সাকিব তেমন একটা পাত্তা দেন না।
আইপিএলের ব্যাপারে অনাপত্তি নাটকের অবসানের পর বাকি থাকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা। রবিবার (২ এপ্রিল) শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। কিন্তু সাকিব না এসে সবার নজরে পড়েন। এ নিয়ে চলে খোঁজখবর। পরে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি টিম হোটেলে বিশ্রামে আছেন। এরপর আজ (৩ এপ্রিল) খেলার আগের দিন আবার তিনি দলের সঙ্গে অনুশীলনে আসেন। কিন্তু ব্যাট-বল হাতে নিয়ে দেখেননি।
সাকিব মাঠে গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে পিচ ঘুরে-ফিরে দেখেন। তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে দুইজনই চলে যান ইনডোরে। সেখানেও দুইজনকে দেখা গেছে একসঙ্গে আলাপ করতে। এ দিন সাকিব টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনেও কথা বলতে যাননি। তার পরিবর্তে মেহেদি হাসান মিরাজ দলের প্রতিনিধি হয়ে কথা বলেন।
এভাবেই সাকিব আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগের দিন অনেকটা আয়েশি সময় পার করেন।
এমপি/এসজি