বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

যেখানে আয়ারল্যান্ডও বাংলাদেশের ভয়ের কারণ

তিন ফরম্যাটের ক্রিকেটে একমাত্র ওয়ানডেতেই বাংলাদেশ শক্তিশালী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটও। এর ফলে ক্রিকেটের রঙিন দুনিয়ায় বাংলাদেশ এখন নিজেদের একটা অবস্থান তৈরি করে নিতে পেরেছে। কিন্তু সে তুলনায় টেস্ট ক্রিকেটের অবস্থা খুবই নাজুক। ১৩৬ টেস্ট খেলে জয় পেয়েছে মাত্র ১৬টিতে।

টেস্ট ম্যাচের জয়গুলো এসেছে মাঝে মাঝে। ধারাবাহিক জয়ের সংখ্যা খুবই কম। সর্বোচ্চ ৩টি করে জয় আছে দুইবার। ২টি করে জয় আছে দুইবার। এর মাঝে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে কোনো জয় পায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো কোনো ম্যাচ খেলেনি। আগামীকাল (৪ এপ্রিল) প্রথম খেলতে নামবে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা নাজুক হলেও ৩ টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২০১৭ সালে আইসিসির টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ড ভয়ের কোনো কারণ হওয়ার কথা নয়। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৩ বছরের পথ পরিক্রমায় অতীতে ফিরে গেলে সেখানে আয়ারল্যান্ডকে নিয়েও শঙ্কিত হতে হয়। এই শঙ্কার কারণ এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে বাংলাদেশ হার এড়াতে পারেনি। এমনকি আয়ারল্যান্ডের সঙ্গেই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানও বাংলাদেশকে হারিয়েছিল প্রথম সাক্ষাতে।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অভিষেক টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ৯ উইকেটে হেরেছিল, তাও চার দিনেই। এরপর ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে খেলতে নেমে হেরেছিল ইনিংস ও ৩২ রানে। বাংলাদেশের তৃতীয় প্রতিপক্ষ ছিল পাকিস্তান। মুলতানে হেরেছিল ইনিংস ও ২৬৪ রানের ব্যবধানে। ২০০১ সালেই বাংলাদেশ কলম্বোর সিংহলিজ স্পোর্ট ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল প্রথম টেস্ট। হেরেছিল ইনিংস ও ১৩৭ রানে। একই বছর বাংলাদেশ শেষ ম্যাচ খেলতে নেমে পেয়েছিল নিউ জিল্যান্ডকে। সিডন পার্কে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ৫২ রানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ২০০২ সালের অক্টোবরে ইস্ট লন্ডনে। হার যথারীতি ইনিংস ও ১০৭ রানে। একই বছর বাংলাদেশ উইন্ডিজের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে হেরেছিল ইনিংস ও ৩১০ রানে।

অস্ট্রেলিয়াকে বাংলাদেশ পেয়েছিল ২০০৩ সালে তাাদের মাটি ডারউইনে। এখানেও বাংলাদেশ হরেছিল ইনিংস ও ১৩২ রানে। এরপর বাকি থাকে শুধু ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকেও বাংলাদেশ পায় ২০০৩ সালে নিজেদের মাঠে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছিল। তবে এবার আর ইনিংস ব্যবধানে নয়, ৭ উইকেটে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছরের মধ্যেই বাংলাদেশ সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পায়। সবগুলোতেই ছিল বাজে অবস্থা। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০১৭ সালে আইসিসি একসঙ্গে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে খেলে একমাত্র টেস্ট। সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ আফগানিস্তানের কাছেও হেরে যায় ২২৪ রানের বিশাল ব্যবধানে।

এই সমীকরণে আগামীকাল আয়ারল্যান্ডও কিন্তু বাংলাদেশের জন্য ভয়ের কারণ।

এমপি/এসজি

Header Ad
Header Ad

নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান

ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হলে স্বাধীনভাবে কাজ করার মাত্রা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন সংস্থার চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেছেন, “সব ধরনের স্বাধীনতারই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যতটুকু স্বাধীনতা আছে, তার মধ্যেই যতটা সম্ভব ভালোভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।”

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. আবদুল মোমেন বলেন, “দুদকের কাজ হচ্ছে বিচারের জন্য মামলা তৈরি করা। বিচার করেন আদালত। পাবনা সব সময় একটি প্রতিবাদী জেলা। এই প্রতিবাদটা দুর্নীতির বিরুদ্ধে আরও বেশি হওয়া উচিত, যাতে দেশের অন্যান্য জেলার চেয়ে পাবনা আগে দুর্নীতিমুক্ত জেলা হতে পারে।”

তিনি আরও বলেন, “নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক মামলাগুলোর পরিণতি কী হয়, তা সবার জানা। আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখি, তাহলে আমাদেরও একই রকম পরিণতি হবে।”

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই গণশুনানিতে ১৫৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদক ৫৭টি তফসিলভুক্ত অভিযোগ আমলে নিয়ে শুনানি করে।

ভুক্তভোগীরা বিভিন্ন সরকারি দফতরে হয়রানি ও দুর্নীতি নিয়ে অভিযোগ করেন। তাদের বেশির ভাগ অভিযোগ জমিজমা সংক্রান্ত ছিল। বিশেষ করে জোনাল সেটলমেন্ট অফিস ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির নানা অভিযোগ উঠে আসে।

একজন অভিযোগকারী, ইব্রাহিম হোসেন, বলেন, “ভূমি অফিসে চাকরি করে ৫ হাজার টাকা বেতন পাওয়া কর্মচারীরা কীভাবে ৫ তলা বাড়ি বানায়? অথচ আমি দীর্ঘ বছর ইতালি থেকেও ৫ তলা বাড়ি করতে পারিনি। আমার মায়ের জমি নিয়ে মাসের পর মাস সেটলমেন্ট অফিসে ঘুরতে হচ্ছে।”

আরেক ভুক্তভোগী, চর বোয়ালিয়া গ্রামের মজিবর রহমান, অভিযোগ করেন, “ভূমি অফিসের লোকজন টাকা ছাড়া কোনো কাজ করে না। টাকা দিলে কাজ হয়ে যায়, আর না দিলে মাসের পর মাস ঘোরায়। আমাকে ফোন করে টাকা চাওয়া হয়েছে।”

দুদক চেয়ারম্যান জানান, এসব অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম পাঠানো হবে।

গণশুনানিতে পাবনার বিআরটিএ, পাসপোর্ট অফিস, জেনারেল হাসপাতাল, নির্বাচন অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠে আসে।

দুদক কর্মকর্তারা আশ্বাস দেন, পর্যায়ক্রমে সব অভিযোগ তদন্ত করে সমাধান করা হবে।

Header Ad
Header Ad

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর ২৮ আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। গতকাল দুপুরে তিনি পদত্যাগ করেন। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আত্মপ্রকাশ করবে। সেদিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ হবে। তবে দলের নাম এখনো প্রকাশ করা হয়নি।

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম।

Header Ad
Header Ad

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।

পরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আপাতত সরকারের নির্বাচনমুখী কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চেয়েছেন।

এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন
৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
পরকীয়ার জেরে ভাঙতে যাচ্ছে ৩৭ বছরের সংসার, যা বললেন গোবিন্দ
ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত
‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব