আয়ারল্যান্ডকে দুর্বল ভাবছেন না মিরাজ
টেস্ট পরিবারের নবিন সদস্যদের এক দল আয়ারল্যান্ড। ২০১৭ সালে আফগানিস্তানের সঙ্গে তারাও টেস্ট মর্যাদা পেয়েছিল। আফগানিস্তান যেখানে ৬টি টেস্ট খেলে ফেলেছে।
ম্যাচও জিতেছে ৩টি। যার একটি ছিল আবার বাংলাদেশের বিপক্ষে, সেখানে আয়ারল্যান্ড খেলেছে মাত্র ৩টি টেস্ট। নেই কোনো জয়। সর্বশেষ টেস্ট খেলেছিল আবার ২০১৯ সালে।
কিন্তু নবীন বলে আয়ারল্যান্ডকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না মেহেদি হাসান মিরাজ। একটি শক্তিশালী বা বড় দলের বিপক্ষে যে রকম মানসিকতা নিয়ে খেলতে নামেন, একই রকম মানসিকতা নিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বলে জানান আজ মিরপুরে সাংবাদিকদের মিরাজ জানান।
তিনি বলেন, ‘সবাই আমরা সিরিয়াস। ভারতের সঙ্গে খেললে অনেক বেশি সিরিয়াস থাকি আর আয়ারল্যান্ডের সঙ্গে কম ফোকাস থাকে, তা কিন্তু নয়। হয়তো আমদের আত্মবিশ্বাস ওঠানামা করে। এটা মানুষের তো হয়। কখনো আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকে, কখনো নিচে নামে। মনস্তাত্ত্বিক ব্যাপার। এমন দলের সঙ্গে খেলতে গেলে হয়তো কিছু কনফিউশন থাকে। তবে এমন দলের সঙ্গে ফোকাস বেশি থাকে।’
আয়ারল্যান্ড যেমন টেস্ট ক্রিকেটে নতুন, দুর্বল। বাংলাদেশও কিন্তু ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখনো নিজেদের শক্ত একটা ভিত্তির উপর দাঁড় করাতে পারেনি। তারপরও মিরাজ চান আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে।
তিনি বলেন, ‘আয়ারল্যান্ড হয়তো অভিজ্ঞতায় কম। অনেক ম্যাচ খেলেনি। আমরা সে তুলনায় অভিজ্ঞ বেশি। চেষ্টা থাকবে ব্যবধান যাতে বড় থাকে। তবে জয় তো ১ রানেও হয়। প্রথম চেষ্টা থাকবে টেস্ট জেতা।’
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর বাংলাদেশ আবার সাদা পোষাকে ম্যাচ খেলতে নামবে। মিরাজ চান দ্রুত এই সংস্করণের সঙ্গে মানিয়ে নিতে।
তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি ভিন্ন সংস্করণে খেলতে হয়। আমাদের লক্ষ্য থাকবে দ্রুত মানিয়ে নেওয়া।’
এমপি/এমএমএ/