দল অনুশীলনে, বিশ্রামে সাকিব
টানা ম্যাচ খেলায় ব্যস্ত বাংলাদেশ দল। তার চেয়ে বেশি ব্যস্ত সাকিব আল হাসান। সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন প্রতি ম্যাচের বিরতির দিন তিনি ঢাকা চলে এসেছেন ব্যক্তিগত কাজে। এমন কি চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে রাতেই ঢাকা ফিরে পরদিন বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচ খেলতে নামেন। সেই ম্যাচ শেষ না করেই তিনি হেলিকপ্টারে করে ঢাকা এসে একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেন।
রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে। কিন্তু সেখানে সাকিব ছিলেন না। দলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বিশ্রামে আছেন। টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। ২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড।
এদিকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হেরে আয়ারল্যান্ডের উপর যে কর্তৃত্ব দেখিয়ে এক একটি ম্যাচ জিতেছিল সেখানে ঘটে ছন্দ-পতন। কিন্তু তাতে কী?এবার টেস্ট ম্যাচেও বাংলাদেশ সেই কর্তৃত্ব দেখিয়ে ম্যাচ জিততে চায় বলে জানিয়েছেন নির্বাচক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক। আজ মিরপুরে তিনি বলেন, ‘ আমি চাই বাংলাদেশ খুব ভালোভাবে টেস্ট ম্যাচ জিতুক। একটা সময় ছিল যখন আমাদের সঙ্গে টেস্ট খেলত ডমিনেট করে জিতত। আমরাও চাই, সেইভাবে করতে। আমাদেরও সেই উন্নতিটা হচ্ছে। নতুনদের সঙ্গে আমাদের পার্থক্যটাও ওই রকম।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘আয়ারল্যান্ডের কাছে হারতে পারি বা আফগানিস্তানের কাছে হেরেছি, এই চিন্তা আসেনি। এই ম্যাচটা (টেস্ট) খুব ডমিনেট করে জিততে চাই। আমাদেরও জানার দরকার আছে, দল কোন অবস্থায় আছে। পার্থক্যটা জানতে চাই।’
এমপি/এসআইএইচ