রাজস্থানে ধরাশায়ী হায়দরাবাদ
এক তরফা ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। রবিবার (২ এপ্রিল) হায়দরাবাদের ঘরের মাঠে রাজস্থান আগে ব্যাট করে যশ্বসী জয়সওয়াল ও জস বাটলারের সঙ্গে ওয়ান ডাউনে নামা অধিনায়ক সাঞ্জু স্যামসনের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০৩ রান করে। জবাব দিতে নেমে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে ২০ ওভার খেলেও ৮ উইকেটে করে মাত্র ১৩১ রান।
টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে বড় সংগ্রহ এনে দেন প্রথম তিন ব্যাটসম্যান। দুই ওপেনার যশ্বসী ও বাটলার ব্যাটিং পাওয়ার প্লেতেই ঝড় তুলেন ৫.৫ ওভারে ৮৫ রান সংগ্রহ করে। এই ঝড় তোলায় নেতৃত্ব দেন বাটলার। তিনি মাত্র ২২ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫৪ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হন। হাফ সেঞ্চুরি করেন মাত্র ২০ বলে।
বাটলার আউট হওয়ার পর যশ্বসী ও সাঞ্জু দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন ৬.৪ ওভারে। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করে যশ্বসী আউট হন ৩৭ বলে ৯ চারে ৫৪ রান করে ফারুকীর বলে আগারওয়ালের হাতে ধরা পড়ে। এরপর সাঞ্জু ইনিংসকে টেনে নিয়ে যান। তিনি হাফ সেঞ্চুরি করেন ৩৪ বলে। ৪ ছক্কা ও ৩ চারে ৩২ বলে ৫৫ রান করে নটরাজনের বলে অভিষেক শর্মার হাতে ধরে পড়েন। শিমরন হেটমায়ার ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকী ও নটরাজন।
বড় টার্গেট তাড়া করতে নেমে হায়দরাবাদ শুরুতেই পড়ে ট্রেন্ট বোল্টের সামনে। প্রথম ওভারেই হারায় ২ উইকেট। এরপর আঘাত শুরু করেন যুজবেন্দ্র চাহাল। তার ঘূর্ণিতে একে একে ৪ জন শিকার হলে বড় হার লেখা হয়ে যায় হায়দরাবাদের। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩২ রান করেন আব্দুল সামাদ। এ ছাড়া ২৭ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। চাহাল ১৭ রানে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
এমপি/এসজি