এক ম্যাচ পরই জয়ে ফিরল প্রাইম ব্যাংক
এক ম্যাচ পরই আবার জয়ে ফিরেছে প্রাইম ব্যাংক। আজ তারা বিকেএসপির অনুষ্ঠিত ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১২৪ রানে ইড়িয়ে দিয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৮ উইকেটে ৩২৪ রান করে। জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্স ৪০.৫ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় । ৬ ম্যাচে ৫ জয়ে প্রাইম ব্যাংকের পয়েন্ট ১০। সমান ম্যাচে রূপগঞ্জের পয়েন্ট ৫।
ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক এবারের মৌসুমে প্রথমবারের মত তিনশোর্ধ রানের ইনিংস গড়ে ইয়াসির আলীর ৯৬, নাসির হোসেনের ৫৩, শাহদাতের ৪৬, মোহাম্মদ মিঠুনের ৩৭ ও প্রান্তিকের ৩০ রানের ইনিংসে।
প্রান্তিক নওরোজ নাবিল ও শাহদাত দিপু উদ্বোধনী জুটিতে মাত্র ১০ ওভারে ৭১ রানের উড়ন্ত সূচনা এনে দেন। দুই জনেই ফিরে যান ৯ রানের ব্যবধানে। প্রথমে প্রান্তিক ৩১ বলে ১ ছক্কা ও ২ চারে ৩০ ও শাহদাত ৩৬ বলে ৮ চারে ৪৬ রান করে আউট হন। দুই জনকেই আউট করেন আরাফাত মিশু। আল আমিন ১৭ ও মোহাম্মদ মিঠুন ৩৭ রান করে আউট হওয়ার পর প্রাইম ব্যাংককে বড় জুটি উপহার দেন নাসির হোসেন ও ইয়াসির আলী। দুই জনে ষষ্ট উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন ১০.৩ ওভারে। এবারের লিগে নাসির প্রথম হাফ সেঞ্চুরি করে ৪৮ বলে ৬ চারে ৫৩ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে ইমতিয়াজে হাতে ধরা পড়ে বিদায় নিলেও ইয়াসির ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তিনি আউট হন ৯৬ রানে। ৪ ছক্কা ও দ্বিগুন চারে তার ৭১ বলের ইনিংসের আয়ু শেষ করে দেন আলাহউদ্দিন বাবু শেষের দিকে তাইজুল ইসলাম ১৮ বলে ১ ছক্কা ও ৩ চারে ২৬ রান করেন। আলাহউদ্দিন বাবু ৭৩ রানে ৩টি, ইয়াসিন আরাফাত ৬২ ও মুকিদুল ইসলাম ৭৪ রান নেন ২টি করে উইকেট।
বিশাল টার্গেটের পেছনে ছুটে জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্সের একমাত্র মুমিনুল হক ছাড়া আরও কেউ সুবিধা করতে পারেননি। মুমিনুল ৯৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৭৬ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ইমরান উজ্জামান ২৫। এ ছাড়া ইমতিয়াজ হোসেন করেন রান। রেজাউর রহমান রাজা, করিম জানাত ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন ইয়াসির আলী।
এমপি/এএস