সাকিব বলেই সম্ভব!
সাকিব মানেই যেন আলোচনা-সমালোচনা। একটার পর একটা কাণ্ড ঘটিয়ে তিনি আলোচনায় থাকছেনই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন মাঝপথে একাধিকবার তিনি টিম হোটেলে ছেড়ে ঢাকায় এসেছেন ব্যক্তিগত কাজে।
এর পাশাপাশি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে শুরু থেকেই আইপিএল খেলা। গতকাল ৩১ মার্চ চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দেন তারা আগের অবস্থানেই আছেন। তারপর শেষ হয় সাকিবকে নিয়ে আইপিএল চিত্রনট্যের।
এরপর আজ তিনি মোহামেডানের হয়ে এবারের প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচ খেলতে নামেন। আগের ৫ ম্যচে জয়হীন মোহামডান তার অনুপস্থিতিতে জয়ও পায়। যদিও সেখানে ব্যাটে-বলে সাকিবের বলার মতো কোনো অবদানই ছিল না। ব্যাটহাতে ৫ রান করার পর ১০ ওভারে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি। মোহামেডান ম্যাচ জিতে ২২ রানে।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু ঘটনার বিপত্তি ঘটে খেলা শেষ হওয়ার আগেই তিনি বিকেএপির ৩ নম্বার মাঠে অনুষ্ঠিত দুই দলের খেলাটি শেষ না করেই সাকিব মাঠ ছেড়ে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে আসেন। একটি প্রতিষ্ঠানের বানিজ্যিক অনুষ্ঠানে যোগ দিতে। আর এখানেই তৈরি হয় সমালোচনা। প্রশ্ন উঠে সাকিব কি এভাবে খেলা শেষ না করেই চলে যাওয়াটা কতটা নৈতিক ছিল!
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো লিস্ট ‘এ’ মর্যাদা পেয়ে থাকে। সব রেকর্ড থাকে লিপিবদ্ধ। কিন্তু এ সব কোনো কিছুই যেন সাকিবের কাছে গুরুত্ব বহন করে না।
মোহামেডান আজ আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৯০ রান করে। পরে শেখ জামাল ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৬৮ রানে অলআউট হয়ে যায়। সাকিব আজ বল হাতে আক্রমণ সূচনা করেন। ১০ ওভার কনে ৫ স্পেলে।
৪ ওভারের প্রথম স্পেলে রান দেন ৭। কোনো উইকেট পাননি। এরপর দ্বিতীয় স্পেলে বোলিং করতে আসেন ইনিংসের ১১ নম্বার ওভারে। এই স্পিলে তিনি এই ওভারই বোলিং করেন। তৃতীয় স্পেলে ১ ওভার বোলিং করেন ১৫ নম্বার ওভারে। ২৯ নম্বার ওভারে আবার করেন ১ ওভার বোলিং করেন। এরপর ৩৫ থেকে ৩৯ এই সময় আরও ৩ ওভার বোলিং করে তিনি কোটা শেষ করেই মাঠ ছাড়েন।
হেলিকপ্টারে করে সাকিবের ফেরার কারণ সময়মত বানিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেওয়া। বিকালে অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় ইফতারেও অংশ গ্রহণ করার সূচি ছিল তার।
এমপি/এমএমএ/