সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল
সমস্ত ঝল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব ও লিটনকে রেখেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
টেস্ট দলে সাকিব অধিনায়ক ও লিটনসহ অধিনায়ক। দুই জনকে দলে রাখার মাধ্যমে অবসান হলো সাকিব-লিটনের আইপিএল খেলার চিত্রনাট্য। দুই জনেই এবার কলকাতা নাইট নাইডার্সে খেলবেন।
সাকিব-লিটনের টেস্ট দলের চিত্রনাট্যের মাঝেই দলে ফিরেছেন তামিম ইকবাল শরিফুল ইসলাম ও সাদমান ইসলাম। সর্বশেষ ভারতের বিপক্ষে ইনজুরির কারণে দুই টেস্টের সিরিজে দলে ছিলেন না তামিম ইকবাল।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে ডারবোনে সর্বশেষ টেস্ট খেলার পর আবার দলে ফিরেছেন সাদমান ইসলাম। সর্বশেষ বিসিএলের ফাইনালে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। শরিফুল উইন্ডিজ সফরে খেলেছিলেন শেষ টেস্ট।
সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকির হাসান, ইয়াসির আলী, ও রেজাউর রহমান রাজা।
অভিষেকেই সেঞ্চুরি করা জাকিরের বাদ পড়ার কারণ ইনজুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর হওয়ার আগে অনুশীলনের সময় তিনি ইনুজরিতে পড়েন। যে কারণে ছিটকে গিয়েছিলেন ওয়ানডে দলে থেকে। তিনি প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন। তার ইনজুরি নিয়ে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার ঢাকা প্রকাশকে বলেন, ‘জাকিরের ইনুজরি এখনো কমেনি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরও এক সপ্তাহের মতো সময় লাগবে।
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
এমপি/এমএমএ/