চার্টাড বিমানে ভারত পৌঁছালেন মোস্তাফিজ
মোস্তাফিজকে নেওয়ার জন্য তর সইছিল না দিল্লি ক্যাপিটালসের। চার্টাড বিমান করে তাকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে।
আজ লাখনাউ সুপার জায়ান্টেসর বিপক্ষে তাদের মাঠে দিল্লি ক্যাপিটালসের খেলা। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচে মোস্তাফিজকে খেলানোর জন্যই দিল্লির এ রকম তোড়জোড়।
৩১ মার্চ শুক্রবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। সেরা একাদশে ছিলেন না মোস্তাফিজ। ম্যাচ শেষে রাতেই তিনি চলে আসেন ঢাকা। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে আগেই মোস্তাফিজের জন্য চার্টাড বিমান রেডি করা ছিল।
আজ সকাল ৮টায় মোস্তাফিজকে নিয়ে ভারতের উদ্দেশে বিমান উড়াল দেয়। তখন গন্তব্য ভারত। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আমি আর অপেক্ষা করতে পারছি না বলে ফেসবুকে জানান মোস্তাফিজ।
এরপর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে মোস্তাফিজ তার ফেসবুক পেজে ভারত পৌঁছার ছবি পোস্ট দিয়ে লিখেন' আলহামদুলিল্লাহ সেইফলি ল্যান্ডেড ইন ইন্ডিয়া।
এমপি/আরএ/