চ্যাম্পিয়ন গুজরাটের জয়ে শুরু আইপিএল
টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণেই বাজিমাত করে গুজরাট টাইটাইন্স। শিরোপা ঘরে তোলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। ছন্দ ধরে রেখেই নতুন মৌসুম শুরু করলেন তারা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫ উইকেটের জয়ে শুরু হলো আইপিএলের ১৬তম সংস্করণের লড়াই।
শুক্রবার (৩১ মার্চ) আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। শুভমান গিলের হাফ সেঞ্চুরির পর অন্যাদের ছোট ছোট অবদানে ৪ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।
রান তাড়ায় তিন টপ অর্ডার ব্যাটারে দুর্দান্ত শুরু পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩.৫ ওভারে ঋদ্ধিমান সাহা ও শুভমানের উদ্বোধনী জুটিতে গুজরাটের খাতায় যোগ হয় ৩৭ রান। ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৫ রানে আউট হন ঋদ্ধিমান। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন শুভমান।
ইংনিসের অর্ধেকটা না পেরুতেই পথ হারায় গুজরাটের ব্যাটাররা। ঋদ্ধিমানকে আউট করা রাজবর্ধনের আঘাতে দ্বিতীয় উইকেট পতন তাদের। সাজঘরে ফেরেন সুদর্শনকে (২২)। শক্ত প্ল্যাটফর্ম পেয়েও ব্যাাটিংয়ে ধৈর্য দেখাতে পারেননি হার্দিক। ১১ বলে ৮ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন গুজরাট অধিনায়ক।
যার ব্যাটে ছুটছিল রানচাকা, সেই শুভমানকে মাঠছাড়া করেন তুষার দেশপান্ডে। ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন এই ওপেনার। তখন ১৫ ওভারে ১৩৮ রানের সংগ্রহ ছিল গুজরাটের। অর্থাৎ শেষ ৩০ বলে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র ৪১ রান, হাতে ছিল ৬ উইকেট।
সহজ এই সমীকরণ মেলাতে রীতিমত ঘাম ছুটে যায় গত আসরের চ্যাম্পিয়নদের। বিজয়ের ২১ বলে ২৭ রানেও সহজ হয়নি জয়ের পথ। কারণ উইকেটের অপরপ্রান্তে রাহুল তেওয়াতিয়া ধুঁকছিলেন ব্যাট হাতে। তাতে শেষ দুই ওভারে জয় থেকে ২৩ রান দূরে ছিল গুজরাট।
বিজয় ফেরার পর উইকেটে নেমেই দলকে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান রশিদ। আফগান অলরাউন্ডার ৩ বলে ১টি করে চার-ছক্কায় অপরাজিত ছিলেন ১০ রানে। ম্যাচের ফিনিশিং অবশ্য রাহুল টানেন। ম্যাচের শেষ ওভারের প্রথম দুই বলে খেলা শেষ করেন যথাক্রমে ছক্কা ও চার মেরে। তিনি অপরাজিত ছিলেন ১৫ রানে।
এর আগে প্রথম ইনিংসে রুতুরাজ গায়কোয়াড় বাদে কেউই আলো ছড়াতে পারেনি ব্যাট হাতে। ৫০ বলে এই ওপেনারের ৯২ রানের ইনিংসে ছিল ৪ চার ও ৯ ছক্কার মার। চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মঈন আলির ব্যাট থেকে। এক কথায়, রুতুরাজ বাদে বাকিদের ব্যাটিং ব্যর্থতায় আইপিএলের শুরুটা জয়ে রাঙাতে পারল না ধোনির চেন্নাই।
/এএস