সাকিবকে আর্জেন্টিনার উপহার
খেলাধুলা মৈত্রির বন্ধন। এটি আবারও প্রমাণ করল বাংলাদেশ ও আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষের অকুন্ঠ সমর্থন আর্জেন্টিনার মানুষের কাছে পৌঁছে গেছে। যে কারণে তারাও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের খোঁজ খবর রাখা শুরু করে। ভালো করায় অভিনন্দন জানায়। সেই অভিনন্দন আরও একবার আর্জেন্টিনার পক্ষ থেকে পেলেন সাকিবরা।
সাকিব আল হাসানসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটারই আজেন্টিনার অন্ধ ভক্ত। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর সাকিব নিজেই গাড়ী ড্রাইভ করে রাস্তার নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টে ম্যাচ শেষে সাকিবের হাতে আর্জেন্টিনা জাতীয় পুরুষ দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক আলিসন স্টকসের ভিডিও বার্তাসহ শুভেচ্ছা স্বরূপ জার্সি তুলে দেয়া হয়। তাদের হাতে জার্সি তুলে দেন আয়ারল্যান্ডের ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড ।
ভিডিও বার্তায় পুরুষ দলের অধিনায়ক হার্নান ফেনেল বলেন, ‘হাই সাকিব, আমি আর্জেন্টিনা ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল। কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিোকে সমর্থন করায় অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছ। এই জার্সিটি শুভেচ্ছাস্বরূপ । অনেক ধন্যবাদ।’
নারী দলের অধিনায়ক আলিসন স্টকস বলেন, ‘হাই সাকিব, কেমন আছ? আমার নাম অ্যালিসন স্টকস। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। তোমাকে একটি উপহার দিলাম। আশা করি তোমার পছন্দ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলকে অনেক সমর্থন করেছে বাংলাদেশ। একইভাবে আমরাও তোমাকে ও তোমার দলকে সমর্থন করি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জেতার জন্য শুভকামনা । অনেক ধন্যবাদ।’
এমপি/এমএমএ/