আইপিএলের ব্যাপারে বিসিবি আগের অবস্থানেই
গুঞ্জন এতটাই পাখা মেলেছিল যে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন নতুন করে নিজেই ঘোষণা দেবেন সাকিবদের আইপিএলে খেলার ছাড়পত্র নিয়ে।
যেখানে ঘোষণা আসবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই আইপিএলে যাওয়ার অনুমতি দেওয়া হবে সাকিবকে। খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে বিসিবি সভাপতি ঠিকই কথা বলেছেন। কিন্তু সেখানে নতুন কিছু আসেনি। আগের সিদ্ধান্তেই অটল আছে বিসিবি।
বিসিবি সভাপতি আজ চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, ‘ আপনারা যদি সাকিবকে এনওসি দিয়ে থাকেন দিতে পারেন, আমরা এখনো দিইনি।’ নতুন করে বিষয়টি উঠে আসাতে বিসিবি সভাপতি কিছুটা বিরক্ত প্রকাশ করে বলেন, ‘একই প্রশ্ন আবার। আর কতদিন করবেন এই প্রশ্ন?’ সিদ্ধান্ত বদল হয়েছে কিনা জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি আরও বেশি বিরক্তি মনোভাব প্রকাশ করে বলেন, ‘মত বদলেছি মানে? আমরা ওদেরকে বলেছি, আইপিএল থেকে যখন ওদের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেইলেভেল, আমরা তা জানিয়ে দিয়েছি। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দিব। এরপর সিদ্ধান্ত যদি কোনো পরিবর্তন হয় তাহলে আপনাদের জানাবে।’
তিনি বলেন. ‘আমি এটাই বলেছি বারবার। আমরা তো কিছু আপনাদের জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনো দিইনি।’
তিনি বলেন, ‘এর বাইরে আমরা আর কিছু জানি না। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না। এটাই হলো সমস্যা।’
কিন্তু বিসিবির সভাপতি পরের কথাই ছিল রহস্য লুকিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব টেস্ট খেলবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সেটা পরের বিষয়। প্রথম টেস্ট নাও খেলতে পারে। তার মানে এই না যে আইপিএল খেলতে যাচ্ছে। সবকিছু একসাঙ্গে মেলাবেন ন। একটা নিয়ে থাকেন। একটা একটা করে আসেন।’ পরে আবার তিনি জানান সাকিবের টেস্ট না খেলার কোনও কারণও তিনিদেখছেন না।
তিনি বলেন, ‘টেস্ট না খেলার কোনো কারণ আমি দেখি না। ইনজুরি নেই। তাহলে খেলবে না কেন? না খেলার একটা কারণ তো থাকতে হয়। আমি এভাবে দেখি।’
এমপি/এমএমএ/