হারলেও অ্যাপ্রোচ পরিবর্তন করবেন না সাকিব
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচে খেলতে নেমে বাংলাদেশ নিজেরাই ওয়াশ হয়ে গেছে। টানা দুই সিরিজ হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায়। যে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একের পর এক দলগত আর ব্যক্তিগত রেকর্ডের ঝুড়ি ভরে চলেছিল, সেখানে শেষ টি-টোয়েন্টি ম্যাচে এসে পড়ে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায়। সিরিজে প্রথমবারের মতো অলআউট হয় ১৯.২ ওভার খেলে মাত্র ১২৪ রানে।
দলের এই ব্যর্থতা শুরু হয়েছিল ব্যাটিং পাওয়ার প্লে থেকেই। উইকেট হারায় ৪টি। এরপর তা অব্যাহতভাবে চলতে থাকে। সবাই মেরে খেলতে গিয়েই আউট হন। কেউ ধরে খেলার চেষ্টা করেননি। আগ্রাসী মনোভাবের পরিবর্তন আনেননি। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে অধিনায়ক সাকিব আল হাসান জানালেন তারা হারলেও অ্যাপ্রোচের কোনো পরিবর্তন আসবে না।
তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারেনি। নিয়মিত উইকেট হারিয়েছি। কিন্তু সুখের বিষয় হলো যে আমরা আমাদের অ্যাপ্রোচের (আক্রমণাত্মক) পরিবর্তন আনিনি। আমরা যদি একই রকম মনোভাব নিয়ে খেলি, কখনো কখনো সফলতা আসবে না। কিন্তু তারপরও আমরা আমাদের অ্যাপ্রোচের পরিবর্তন করব না।’
সাকিব বলেন, ‘আমাদের ভালো দল হয়ে উঠতে হলে আমাদের এভাবেই খেলতে হবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষ হওয়ার পর ৪ এপ্রিল ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট। সাকিব চান সেখানেও একই অ্যাপ্রোচ করে দেখাতে। তিনি বলেন, ‘আমরা কিছুদিনের মধ্যে টেস্ট খেলব। সেখানে আমরা কী করতে পারি তা করে দেখাব। আমরা এখন খুব ভালো খেলছি। ইংল্যান্ড সিরিজের পর আমরা একই রকম মনোভাব নিয়ে খেলছি। গত দুই ম্যাচ আমরা ভালো খেলেছি। কিন্তু আজ ছিল আয়ারল্যান্ডের দিন।’
এমপি/এসজি