বিশ্বকাপ খেলতে বাছাইয়ে লড়তে হবে এশিয়ার চ্যাম্পিয়নদের
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা, কোনো স্বপ্নই পূরণ হলো না শ্রীলঙ্কার। এশিয়ার চ্যাম্পিয়নদের জোড়া স্বপ্ন অন্ধকারে মিলিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তাদের দেশে দ্বিপাক্ষিক টেস্ট ও ওয়ানডে সিরিজ, দুটোই হেরেছে দ্বীপ দেশটির ক্রিকেটাররা।
শুক্রবার (৩১ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ২-০ ব্যবধানে সিরিজ জিতে ভারত বিশ্বকাপে লঙ্কানদের সরাসরি খেলার আশা শেষ করে দিয়েছে কিউইরা।
এদিন ১৫৮ রান তাড়ায় শুরুতে বিপাকে পড়েছিল স্বাগতিকরা। ৪ উইকেট খুইয়ে বসে মাত্র ৫৯ রানে। এরপরই দলের হাল ধরেন উইল ইয়ং (৮৬) এবং হেনরি নিকোলস (৪৪)। দুজনের অবিচ্ছিন্ন ১০০ রানের জুটিতে ১৭.১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। বলার মতো স্কোর করতে পারেন পাথুম নিসাঙ্কা (৫৭), অধিনায়ক দাসুন শানাকা (৩১) এবং চামিকা করুনারত্নে (২৪)। ম্যাট হেনরি, হেনরি শিপলে এবং ড্যারিল মিচেল শিকার করেন ৩টি করে উইকেট।
সিরিজ হারে টেবিলের ৯ নাম্বারে থেকে আইসিসি ওয়ানডে সুপার লিগ শেষ করল শ্রীলঙ্কা। বাইলজ অনুযায়ী, টেবিলের সেরা আট দল অক্টোবর-নভেম্বরে ভারতে সরাসরি বিশ্বকাপ খেলবে।
স্বাগতিক ভারত ছাড়াও বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। অষ্টম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করতে লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যে।
ওয়ানডে বিশ্বকাপে সবমিলে অংশ নেবে ১০ দল। দুই দলকে আইসিসি ইভেন্টে পৌঁছাতে হবে বাছাইপর্বের বাধা টপকে। জিম্বাবুয়েতে জুন-জুলাইয়ে হবে ১০ দলের বাছাই টুর্নামেন্ট। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারায় ১০ দলের ১টি এখন শ্রীলঙ্কা।
এসজি