রিশাদের অভিষেকে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজে পকেটে ডুকেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত না হলেও হোয়াইটওয়াশই হতো আয়ারল্যান্ড। এরপর টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশ পকেটে ভরেছে। আজ জিততে পারলে হোয়াইটওয়াশ হবে আইরিশরা।
বাংলাদেশের পাওয়া জয়গুলোতে আয়ারল্যান্ড একটি ম্যাচেও ন্যূনতম লড়াই করতে পারনি। তা যেমন বাংলাদেশকে আগে ব্যাটিং পাঠিয়ে কিংবা নিজেরা আগে ব্যাটিং করে। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালে রানের পাহাড় গড়েছে, নিজেরা আগে ব্যাটিং করলে মুখ থুবড়ে পড়েছে। তাদের জন্য টস জিতে সিদ্ধান্ত নেওয়াটা হয়ে উঠেছিল শাখের করাত।
দুইটি সিরিজ জয়ের সঙ্গে ছিল দলগত ও ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ড। তাহলে কি একটি ম্যাচেও টস জেতা হবে না বাংলাদেশের। শেষ পর্যন্ত ৫ ম্যাচ পর আজ বাংলাদেশ টস জিতেছে। নিয়েছে আগে ব্যাটিং।
আজকের ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে আনা হয়েছে ২টি পরিবর্তন। বাংলাদেশের ৮০তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর আবার একাদশে ফিরে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে রাখা হয়েছে মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজকে । আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন। গ্রায়াম হিউমের পরিবর্তে দলে নেয়া হয়েছে ম্যাট হ্যাম্ফ্রেসকে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাট হ্যাম্ফ্রেস, বেঞ্জামিন হোয়াইট।
এমপি/এসএন