যুবাদের ত্রিদেশীয় আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ তিন জাতির আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। আফগানিস্তানকে মাত্র ১৪৩ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ সেই রান অতিক্রম করে মাত্র ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। আসরের তৃতীয় দল ছিল শ্রীলঙ্কা।
টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটসম্যানরা বাংলাদেশের স্পিনার মাহফুজুর রহমান রাব্বির তোপের মুখে পড়ে সুবিধা করতে পারেনি। আফগানিস্তানের ইনিংসের অর্ধেকেরও বেশি ৬ উইকেট নেন মাহফুজুর। তিনি ১০ ওভার বোলিং করে রান দেন ২৯। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। আফগানদের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন মোহাম্মদ হারুন খান।
আফগানদের শুরুটা ছিল মোটামুটি। উদ্বোধনী জটিতে ২৭ রান আসে। কিন্তু মাহফুজুর রহমান রাব্বির তোপে পড়ে তারা মাত্র ৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। দলের রান এক পর্যায়ে ছিল ১ উইকেটে ৫৩। সেখানে রাব্বির তোপে পড়ে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৬০। পরে ষষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ হারুন খান ও খালিদ তানিওয়াল ৫৪ রান যোগ করে অবস্থা কিছুটা সামাল দেন। এ সময় আবারও ত্রাস হয়ে হাজির হন রাব্বি। ব্যক্তিগত ১৯ ও দলীয় ১১৪ রানে তিনি খালিদকে আউট করে জুটি ভাঙেন। এরপর একপ্রান্তে মোহাম্মদ হারুন খান টিকে গেলও অপরপ্রান্তে রাব্বি একের পর এক উইকেট নিতে থাকেন। এ সময় কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। হারুনকে রাব্বি শিকার করতে না পারলেও নবম ব্যাটসম্যান হিসেবে আউট করেন রাফি উজ জামান রাফি।
ছোট টার্গেটের পেছনে ছুটে বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটসম্যান আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, জিসান আলম ও আরিফুল ইসলাম। এ চারজনই দলের রানকে ১২৯ পর্যন্ত নিয়ে যান।
শিবলি ও রিজওয়ানের উদ্বোধনী জুটি খুব বড় হয়নি। ২১ রানে বিচ্ছেদ আসে তাদের। যেখানে শিবলিরই অবদান ছিল ১৭ রানের। দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ান ও জিসান ৪১ রান যোগ করেন। এই ৪১ রানের ৩৫ রানই ছিল জিসানের। তিনি খেলেন ১৯ বলে ৭ চারে মারমুখী ৩৫ রানের ইনিংস। জিসান আউট হওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে রিজওয়ান ও আরিফ ৫৩ রানরে জুটি গড়েন। ২২ রান করে আউট হন আরিফ। ইনিংসের উদ্বোধন করতে এসে দলকে জয়ের কাছকাছি নিয়ে ৪৯ বলে ১ ছক্কা ও ৬ চারে ইনিংসের সর্বোচ্চ ৪৩ রান করে আউট হন রিজওয়ান। দলের রান তখন ২০ ওভারে ৪ উইকটে ১২৯। সেখান থেকে দলের জয়ের বাকি কাজ সারেন আহরান আমিন ৫ ও শিহাব জেমস ৭ রানের অপরাজিত ইনিংস খেলে। কামরান ৩৫ রানে নেন ২ উইকেট।
এমপি/এসএন