‘আমরা খেলব, বাঘের মতো খেলব’
চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পরপরই হঠাৎ করে বদলে গেছে বাংলাদেশ দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করা দিয়ে শুরু। আয়ারল্যান্ডের উপর দিয়েও তা অব্যাহত আছে।
অথচ কিছুদিন আগেও টি-টোয়েন্টি ক্রিকেট ছিল বাংলাদেশের কাছে এক ধাঁধার নাম। খেলতে নামলেই তাল-গোল পাকিয়ে ফেলত। খেত হাবুডুবু। খেলা দেখে মনে হতো দুগ্ধশিশু। হাথুরুসিংহে এসে যে পরিবর্তনের ডাক দিয়েছেন তারই সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশের নতুন করে পথ চলার অন্যতম সেনানী রনি তালুকদার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ৮ বছর পর আবার ফিরেছেন জাতীয় দলে। খুব ভালো করতে পারেননি। ২১, ৯ ও ২৪ রান করে কিন্তু হাথুরুসিংহের ক্লাসে তিনি পাস করে যান ভালোভাবেই। তার বহিঃপ্রকাশ তিনি দেখিয়ে চলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে। প্রথম ম্যাচে ৬৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ৪৪ রান। দুটি ম্যাচেই বাংলাদেশের গুনে ধার উদ্বোধনী জুটিতে তিনি লিটন দাসের সঙ্গে প্রাণ সঞ্চার করেন ৯১ ও ১২৪ রান যোগ করে।
ইংল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করার পর এখন আয়ারল্যান্ডকেও একই পথ দেখানোর অপেক্ষায়। আগামীকাল (শুক্রবার) ৩১ মার্চ শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে টানা দুই সিরিজ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে। যেভাবে খেলছে তাতে করে শেষ ম্যাচে আইরিশরা বড় কোনো বাধা হয়ে উঠার কথা নয়।
নিজেদের এমন উত্তাপ ছড়ানো ভয়ডরহীন খেলা নিয়ে আজ (৩০ মার্চ) চট্টগ্রামে রনি তালুকদার জানান, অধিনায়ক সাকিব আল হাসান তাদের বাঘের মতো করে খেলতে বলেছেন।
তিনি বলেন, ‘সাকিব ভাই লিজেন্ড ক্রিকেটার সেটা আপনারাও জানেন। উনার সঙ্গে আমি যখন আবাহনীতে খেলছি, আজকে থেকে ১২ বছর আগে তখনো তার একই ইন্টেন্ট ছিল। একই মনমানসিকতা উনার মাঝে ছিল। উনি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করেন। আর ডোমিনেট করার চেষ্টা করেন। এ বিষয়টাই উনার ডমিনেটিং যে চিন্তাভাবনা, তা টিমের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব। আমাদের ভয়-ডর থাকবে না। আমরা সব সময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে যাব। হতে পারি আমরা কখনো ফেল করব, আবার দেখা যায় সাকসেস হব। যদি এই জিনিসটা আমরা ক্যারি করতে পারি, তাহলে আমাদের সাকসেসের পরিমাণ বাড়ব।’
এমপি/এসজি