আইপিএলে থাকছে যত নতুন নিয়ম
আগামীকাল (৩১ মার্চ) মাঠে ফিরছে বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। টুর্নামেন্টের ১৬তম সংস্করণে বেশ কিছু নতুন নিয়ম দেখা যাবে, যা আগেই নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)।
ইমপ্যাক্ট প্লেয়ার রুল
ইমপ্যাক্ট প্লেয়ার রুল অস্ট্রেলিয়ান বিগব্যাশ লিগের, যা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ব্যবহৃত হয়েছে। সফলতা পাওয়ায় নতুন এই নিয়ম রাখা হচ্ছে আইপিএলের ২০২৩ মৌসুমে। বলা হচ্ছে, এটা হতে পারে গেম-চেঞ্জার। নতুন রুল অনুসারে, ম্যাচের পরিস্থিতি এবং কন্ডিশনে বুঝে দলগুলো খেলার মাঝখানে একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে।
কীভাবে ইমপ্যাক্ট প্লেয়ার নিতে পারবে দল? সেটা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)। নিয়ম অনুযায়ী, একাদশ ছাড়াও অতিরিক্ত চার খেলোয়াড়ের নাম দেবেন অধিনায়ক। ওই চারজনের যেকোনো একজন নামতে পারবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে, যিনি ব্যাটিং এবং বোলিং দুটোই করতে পারবেন।
একাদশে পরিবর্তন আনতে হলে সেই সিদ্ধান্ত অবশ্যই ইনিংসের ১৪তম ওভারের মধ্যে নিতে হবে। যদি কোনো কারণে ম্যাচের পরিধি ১০ ওভারে নেমে আসে, তবে ইমপ্যাক্ট প্লেয়ার রুল কার্যকর হবে না নির্দিষ্ট ম্যাচে। প্রতি ম্যাচে ৪ জন বিদেশি ক্রিকেটার খেলোয়াড় খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদি একাদশে ইতোমধ্যে ৪ জন বিদেশি থাকে, তাহলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ভারতীয়কেই নামাতে হবে।
টসের পর একাদশ
টসে নেমেই একাদশ দিতে হবে না অধিনায়কদের। প্রথমে ব্যাটিং না বোলিং, এটা জেনে তারপরেই তালিকা দেওয়া যাবে। তবে এজন্য খুব বেশি সময় নেওয়া যাবে না। ব্যাটিং পেলে কী একাদশ, বোলিং পেলে কী একাদশ, দুটোই সাজিয়ে টসে নামবেন অধিনায়ক। এরপর সিদ্ধান্ত জানার পর চূড়ান্ত তালিকা দিতে হবে।
ডিআরএসে নতুনত্ব
অনফিল্ড আম্পায়ারদের দেওয়া ওয়াইড এবং নো বল কলকে চ্যালেঞ্জ করতে পারবে খেলোয়াড়রা। নারী আইপিএলে এই প্রযুক্তি প্রথমবার ব্যবহার করেছিল বিসিসিআই, যা সম্পূর্ণ কার্যকর ছিল।
আরও যত পরিবর্তন
* যখন ব্যাটার ক্যাচ আউট হয়, ক্যাচ নেওয়ার আগে ব্যাটারদের অবস্থান বিবেচনা করে নতুন ব্যাটারকে স্ট্রাইক কিংবা নন-স্ট্রাইকে দাঁড় করানো হবে।
* বলে থুথু ব্যবহার করা যাবে না।
* বোলার যখন রানআপে থাকবে, তখন কিপার কিংবা অন্য কোনো ফিল্ডার নিয়মের বাইরে গিয়ে মুভমেন্ট করলে ডেড বল কল করবে আম্পায়ার এবং ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি করবে।
* স্লো ওভার রেটের ক্ষেত্রে, দলগুলোকে ৩০-গজের বাইরে কেবলমাত্র চারজন খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হবে, যতক্ষণ না তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ওভার না করে।
এসজি