ঐতিহ্য ফিরিয়ে আইপিএল শুরু শুক্রবার
এখনো করোনামুক্ত নয় বিশ্ব। তবে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব নেই এশিয়া অঞ্চলে। মহামারির প্রকোপ দূর হওয়ার ঐহিত্য ফিরিয়ে আইপিএল শুরু হচ্ছে শুক্রবার (৩১ মার্চ)।
টুর্নামেন্টের ১৬তম সংস্করণের খেলা হবে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ফরম্যাটে। ২০১৯ সালের পর প্রথমবার নির্বিঘ্নে পুরোনো রূপে টুর্নামেন্ট মঞ্চস্থ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)।
আগামীকাল আইপিএলের উদ্ধোধনী দিনে মাঠে গড়াবে একটি ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের ম্যাচ। তার আগে সন্ধ্যায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।
২০১৮ সালের পর প্রথমবার আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই অনুষ্ঠান বাতিল করেছিল। এরপর মহামারিতে বিধিনিষেধের কারণে ২০২০-২০২২ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়নি।
টুর্নামেন্টের ১৬তম আসরে খেলবে ১০ দল। উদ্বোধনী ম্যাচের দুই দল বাদে বাকি দলগুলো হলো- দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্চাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ।
কলকাতা শিবিরে আছেন দুই টাইগার ক্রিকেটার- সাকিব আল হাসান ও লিটন দাস। দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজুর রহমান। যদিও সাংঘর্ষিক সূচির কারণে আইপিএলের শুরুতে তিন টাইগারদের খেলা নিয়ে রয়েছে সংশয়।
এ বছর টুর্নামেন্টের ৭৪টি ম্যাচ হবে ১২ ভেন্যুতে- আহমেদাবাদ, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গৌহাটি, কলকাতা, মুম্বাই, জয়পুর এবং ধর্মশালায়। যে ভেন্যুতে গড়াবে প্রথম ম্যাচ, সেই ভেন্যুতেই আগামী ২৮ মে হবে ফাইনাল।
এসজি