টি-টোয়েন্টিতে টানা ৫ জয়ের রেকর্ড বাংলাদেশের
টি-টোয়েন্টি ক্রিকেটে দিন বদলের গান গাওয়া শুরু হয়েছে। চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পরপরই হঠাৎ করে বদলে গেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ক্রিকেট ছিল বাংলাদেশের কাছে এক ধাঁধার নাম। যে টি-টোয়েন্টি ক্রিকেটে খেত হাবুডুবু, খেলা দেখে মনে হতো দুগ্ধশিশু, সেখানে বাংলাদেশ এখন ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করা দিয়ে শুরু। আয়ারল্যান্ডের উপর দিয়েও তা অব্যাহত আছে। ক্রমাগত এই সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ টানা ৫ ম্যাচ জিতে নিজেদের নতুন এক রেকর্ড গড়েছে। এর আগে বাংলাদেশের টানা জয় ছিল ৪টি। জিম্বাবুয়ের বিপক্ষে ১টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি।
বাংলাদেশ নিজেদের নতুন এই রেকর্ড গড়েছে মাত্র ২০ দিনে। ইংল্যান্ডকে বাংলাওয়াশ করা শুরু করে ৯ মার্চ। এরপর ১২ ও ১৪ মার্চ খেলে বাকি ২ ম্যাচ। তারপর আসে আয়ারল্যান্ডের বিপক্ষে মিশন শুরু হয়েছে ২৭ মার্চ থেকে। জয়ের সংখ্যা টানা ছয়ে নিতে পারে আগামীকাল (৩১ মার্চ) শুক্রবার সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে। তখন ৩ ম্যাচের টানা দুই সিরিজ হোয়াইটওয়াশ করে জেতারও নতুন আরেকটি রেকর্ড হবে।
নিজেদের নতুন রেকর্ড গড়ার পথে বাংলাদেশ ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ড কোনও দলই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। ইংল্যান্ডকে ৩ ম্যাচে হারিয়েছিল যথাক্রমে ৬ উইকেটে, ৪ উইকেটে ও ১৬ রানে। আয়ারর্যান্ডের অবস্থা ছিল আরও নাজুক। প্রথম ম্যাচে ২২ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল ৭৭ রানে। রানের ব্যবধানে আয়ারল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের বড় জয় আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের রানের ব্যবধানে সর্বোচ্চ জয় পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮৪ রানে।
বাংলাদেশ আগের ৪ জয়ের রেকর্ড শুরু করেছিল জিম্বাবুয়েকে দিয়ে। ২০২১ সালের জুলাই হারারেতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ বাংলাদেশ ৫ উইকেটে জিতেছিল। পরের মাসে ৫ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া। টানা ৩ ম্যাচ জিতে জয়ের সংখ্যা চারে উন্নতি করার পাশাপাশি সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এই ৩টি ম্যাচ বাংলাদেশ জিতেছিল ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে।
বাংলাদেশ জয়ের সংখ্যা ছয়ে নিয়ে যেতে পারেনি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে গেলে। পরের ম্যাচ আবার ৬০ রানে জিতেছিল।
টানা ৩টি করে ম্যাচ জয় বাংলাদেশের আছে ৪ বার। ২০১২ সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে বাংলাদেশ স্বাগতিকদের ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। এরপর ৩ ম্যাচ জিতেছিল ঘরের মাঠে ২০১৬ সালে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে। ২০১৯ সালে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও ভারতকে হারিয়েও পেয়েছিল টানা ৩ জয়। প্রথম দুইটি জয় ছিল ঘরের মাঠে তিন জাতির আসরে। ভারতের বিপক্ষে জয় ছিল দিল্লিতে। এটি ছিল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ও।
২০২১ সালে অস্ট্রেলিয়া ৫ ম্যচের সিরিজ খেলে যাওয়ার পরপরই নিউজিল্যান্ড আসে সমান ম্যাচের সিরিজ খেলতে আগস্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জেতার পর বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ২ ম্যাচ জিতে জয়ের সংখ্যাকে তিনে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই সংখ্যাকে চারে নিতে পারেনি তৃতীয় ম্যাচ হেরে যাওয়াতে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের মলিন ইতিহাস থাকার কারণেই টানা ৫ জয়কেও অর্জন হিসেবে দেখা হচ্ছে। যেভাবে এগুচ্ছে বাংলাদেশ, তাতে করে আগামীতে হয়ত এই ৫ জয় অনেক পেছনে পড়ে থাকবে!
এমপি/আরএ/