বাংলাদেশে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ!
চলতি বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। দুই টুর্নামেন্ট নিয়ে মহাবিপদে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সমস্যার সমাধানে ‘হাইব্রিড মডেল’ নিয়ে কাজ করছে সংস্থা দুটো। যদি সেটা বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশে হবে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ!
সামনের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। স্বাভাবিকভাবেই সেখানে দল পাঠাতে ঘোর আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোলের (বিসিসিআই)। সমাধানে আসতে এসিসির বৈঠকে আলোচনা করা হয় ‘হাইব্রিড মডেল’ নিয়ে। হাইব্রিড মডেলটা হলো এমন- পাকিস্তানে হবে এশিয়া কাপ। ভারত তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
যদি রোহিত শর্মারা ফাইনালে পৌঁছে যান, তাহলে ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি শিরোপার লড়াইও নিরপেক্ষ ভেন্যুতে। এসিসির এমন প্রস্তাব গ্রহণ করেছে বিসিসিআই। তাতে আইসিসিও একই পথে হাঁটার পাঁয়তারা করছে। কেননা, অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ হলে সেখানে দল না পাঠানোর ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার (২৯ মার্চ) ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুই বোর্ডের মুখোমুখি অবস্থানে এশিয়া কাপ মডেলটিকে বিকল্প হিসেবে দেখছে আইসিসি এবং গত সপ্তাহে এ নিয়ে আলোচনাও হয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার বৈঠকে।
এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের কথা। তবে বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যু হতে পারে বাংলাদেশ। যেহেতু ভারতের প্রতিবেশী লাল-সবুজ দেশ, তাই লজিস্টিক সার্পোট কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না। কিন্তু সবটাই এখনো আলোচনার টেবিলে। চূড়ান্ত হয়নি কোনো কিছুই। সেটা যেমন এশিয়া কাপ নিয়ে, তেমনি বিশ্বকাপ নিয়েও।
এসজি