ডাবল জোড়া আঘাতে ৫ উইকেট নিয়ে চূড়ায় সাকিব
আগেই বলা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হয়ে উঠেছে দলগত ও ব্যক্তিগত রেকর্ডের ঝুড়ি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যতিক্রম হয়নি। ব্যাটিংয়ে লিটন দাস ১৮ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করার পাশাপাশি রনি তালুকদারকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১২৪ রান করে গড়েন নতুন রেকর্ড।
এবার বল হাতে সেই রেকর্ডের জুড়ি সমৃদ্ধ করতে এগিয়ে আসেন সাকিব আল হাসান। পরপর দুই ওভারে জোড়া আঘাত হেনে তিনি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট তুলে নেন। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বনে যান। সাকিবের উইকেট ১৩৬। তিনি পেছনে ফেলে দেন ১৩৪ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের টিম সাউদিকে। ১১৪ ম্যাচ খেলে সাকিব নিজেকে চূড়ায় নিয়ে গেলেন।
সাকিব আজ ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই প্রথম বলেই উইকেট পেয়ে যান টাকারকে আউট করে। দ্বিতীয় ও তৃতীয় ওভারে জোড়ায় জোড়ায় আঘাত হানেন।
দ্বিতীয় ওভারে প্রথমে আউট করেন রস আ্যডায়ারকে, পরে গ্রেথ ডিলানিকে। ডিলানিকে আউট করে সাকিব টিম সাউদিকে স্পর্শ করেন। তার তৃতীয় ওভারে শিকার ছিলেন জর্জ ডকরেল ও হ্যারি টেক্টর। ডকরেলকে আউট করে ছাড়িয়ে যান সাউদিকে। আর টেক্টরকে আউট করে আরও এগিয়ে যান। টানা চার ওভারের স্পেলে তিনি শেষ ওভারে কোনো উইকেট পাননি। ২২ রান দিয়ে নেন ৫ উইকেট। তার সেরা বোলিং ২০১৮ সালে মিরপুরে উইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ২ বার ৫ উইকেট নেওয়া একমাত্র বোলারও সাকিব।
এমপি/এসজি