লিটনের দ্রুততম ফিফটি
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হয়ে উঠেছে দলগত ও ব্যক্তিগত রেকর্ডের। সমানতালে হচ্ছে দলগত ও ব্যক্তিগত রেকর্ড। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে আজ (২৯ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উদ্বোধনী জুটিতে হয়েছে নতুন রেকর্ড। সেই সঙ্গে লিটন দাস করেছেন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
লিটন দাস হাফ সেঞ্চুরি করেন ৫টি চার ও ৩টি ছক্কায় ১৮ বলে। এর আগে দ্রুততম হাফ সেঞ্চুরি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে করেছিলেন হাফ সেঞ্চুরি।
আজ উদ্বোধনী জুটিতে রান আসে ৯.২ ওভারে ১২৪। এটি নতুন রেকর্ড। উদ্বোধনী জুটিতে আগে সর্বোচ্চ রান ছিল ১০২। ২০২১ সালে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার এই রান করেছিলেন।
এমপি/এসজি