টসের পরই ঝড়ো বৃষ্টি
মেঘ বৃষ্টির খেলার মাঝেই হলো টস। বাংলাদেশ-আয়ারল্যান্ডের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান ও পল স্ট্যার্লিং যখন টস করতে নামেন, তখন আকাশ মেঘাচ্ছন্ন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। মাঠ কর্মীরা টস হওয়ার আগেই কভার নিয়ে ডুকে পড়েছিলেন। এরই মাঝে টস হয়। জিতেন স্টার্লিং। সাকিবকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। তার পরপরই মুষলধারে নেমে আসে বৃষ্টি। ঢেকে দেওয়া হয় পিচসহ আউটফিল্ড।
বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও ছিল। যথা সময়ে টস হলেও যথাসময়ে খেলা শুরুর সম্ভাবনা নেই বললেই চলে। চট্টগ্রামে যোগাযোগ করে জানা গেছে বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘলা। দমকা বাতাস বইছে। এখন দেখার বিষয় খেলা শুরু হয় কখন এবং কত ওভার খেলা হয়।
প্রথম ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। বাংলাদেশ ১৯.৩ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করার পর বৃষ্টি আসে। পরে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ৮ ওভারে ১০৪ রানের টার্গেট দেওয়া হয়েছিল। তারা করতে পেরেছিল ৫ উইকেটে ৮১। বাংলাদেশ জিতেছিল ২২ রানে।
আজকের ম্যাচ জিতলেই সিরিজ হবে বাংলাদেশের। কোনো কারণে বৃষ্টির সঙ্গে লড়াই করে ম্যাচ শুরু করা সম্ভব না হলেও দ্বিতীয় ওয়ানডের মত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও পরিত্যক্ত হয়ে যাবে। তখন ৩১ মার্চ শুক্রবার শেষ ম্যাচে নিষ্পত্তি হবে সিরিজ।
এমপি/আরএ/