নবাগত অগ্রণী ব্যাংককে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়
আনিসুল ইসলামের (১০৭) সেঞ্চুরিতে চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের প্রথম জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় নবাগত অগ্রণী ব্যাংককে তারা হারিয়েছে ৩ উইকেটে। অগ্রণী ব্যাংকের ৯ উইকেটে করা ২৮৬ রান ব্রাদার্স পাড়ি দেয় ১ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান করে। ৫ ম্যাচে ব্রাদার্সের প্রথম জয়ের বিপরীতে অগ্রণী ব্যাংকের সমান ম্যাচে ছিল দ্বিতীয় হার। তাদের পয়েন্ট ৫।
টস হেরে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক প্রথম ওভারেই আজমির আহমেদের উইকেট হারালেও পরে সাদমান ইসলামের ৫৭, সামসুল ইসলাম অনিকের ৫০ ও অধিনায়ক মার্শাল আইয়ুবের ৬৩ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৬ রান করে। আনিসুল ইসলাম ১৫, আরাফাত সানি জুনিয়র ৪৫ ও মেহেদি হাসান ৫২ রানে নেন ২টি করে উইকেট।
বড় টার্গেটের পেছনে ছুটে ব্রাদার্সকে জয় এনে দেন আনিসুল ইসলাম ও সাব্বির হোসেন। ২৬ রানে দুই ওপেনার মিজানুর রহমান (২১) ও তানজিদ হাসান তামিম (২১) আউট হওয়ার পর সাব্বির ও আনিসুল তৃতীয় উইকেট জুটিতে ২৪.২ ওভারে ১৪৪ রান যোগ করে দলের জয়ের ভীত গড়ে দেন। সাব্বির ৬৯ বলে ৩টি করে ছয় ও চার মেরে ৬২ রানে আউট হন। আনিসুল ইসলাম ৫ ছক্কা ও ৮ চারে ১১৪ বলে ১০৭ রান করে আরাফাত সানির বলে শরিফউল্লাহর বলে আউট হন। পরে মায়শাকুর ২৫ ও সাদ নাসিম ২৮ রান করে দলকে জয়ের কিনারায় নিয়ে যান।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ৫ রানের। হাতে ৫ উইকেট। উইকেটে সাদ নাসিম ২৮ ও জাহিদুজ্জামান ১২ রানে অপরাজিত। কিন্তু প্রথম ৪ বলে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান সংগ্রহ করে ব্রাদার্সের জয় হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল। সাদ নাসিম ২৮ ও আরাফাত সানি ১ রান করে আউট হন। কিন্তু নতুন ব্যাটসম্যান মঈন খান প্রথম বলেই ২ রান নিয়ে রান সমান করেন। শেষ বলে প্রয়োজন হয় ১ রানের। কিন্তু সেই রান আসে ওয়াইড বল থেকে। এনামুল হক ৪৩ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন আনিসুল ইসলাম।
এমপি/এসজি