আবাহনীতে ভূপাতিত রূপগঞ্জ টাইগার্স
আগের দিন মাশরাফি বিন মর্তুজার বিস্ফোরক বোলিংয়ের সামনে পড়ে ঐতিহ্যবাহী মোহামেডান মাত্র ৮০ রানে আউট হয়ে লিজেন্ডস অব রপগঞ্জের কাছে হার মেনেছিল ১০ উইকেটে। কিন্তু আজ (২৮ মার্চ) আরেক ঐতিহ্যবাহী দল আবাহনী আবার ঠিকই জয় পেয়েছে ১০ উইকেটে। তারা হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। রূপগঞ্জ টাইগার্সকে মাত্র ১২৭ রানে অলআউট করে আবাহনী সেই রান অতিক্রম করে ১৯.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩১ রান করে। ৫ ম্যাচে আবাহনী ৫ জয় নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের সমান ১০ পয়েন্ট তাদের। রূপগঞ্জ টাইগার্সের সমান ম্যাচে দ্বিতীয় হার। তাদের পয়েন্ট ৫।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ফিল্ডিং নেওয়ার যথার্থ সিদ্ধান্ত নেন প্রতিপক্ষকে রান করতে না দিয়ে। তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসানের ভয়ংকর বোলিংয়ে কোনো ব্যাটসম্যান ক্রিজে সোজা হয়ে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে। এ ছাড়া অনিক ২১, আলাউদ্দিন বাবু ১৯ রান করেন। তানভীর ইসলাম ৩৫ রানে ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ১৭, তানজিম হাসান সাকিব ১৮ ও রাকিবুল হাসান ৩৯ রানে নেন ২টি করে উইকেট।
ছোট টার্গেটের পেছনে ছুটে ওপেনার এনামুল হক বিজয় ও ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ মারমুখী ব্যাটিং করে দলকে মাত্র ১৯.১ ওভারে জয় এনে দেন ১০ উইকেটে। এনামুল হক বিজয় ৬৩ বলে ৫ ছক্কা ও ৭ চারে ৮০ রান করে অপরাজিত থাকেন। পরে হন ম্যাচসেরা। নাঈম ৫২ বলে ১ ছক্কা ও ৫ চারে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন।
এমপি/এসজি