সিটি ক্লাবের কাছেও হারল নবাগত লিওপার্ডস
নবাগত ঢাকা লিওপার্ডস পঞ্চম ম্যাচে এসেও জয়ের মুখ দেখেনি। মঙ্গলবার (২৮ মার্চ) তারা ৬ উইকেটে হেরেছে সিটি ক্লাবের কাছে। আগে ব্যাট করে লিওপার্ডস ৪৬.৩ ওভারে মাত্র ১৬২ রান করে অলআউট হয়। জবাব দিতে নেমে সিটি ক্লাব সেই রান তাড়া করে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। ৫ ম্যাচে লিওপার্ডসের এটি ছিল চতুর্থ হার। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে তারা পেয়েছিল ১ পয়েন্ট। অপরদিকে সিটি ক্লাবের সমান ম্যাচে দ্বিতীয় জয়। তাদের পয়েন্ট ৪।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা লিওপার্ডসের ব্যাটসম্যানরা সিটি ক্লাবের বোলারদের তোপের মুখে পড়েন। লিওপার্ডসের একমাত্র ওপেনার মোহাম্মদ জসিমউদ্দিন ও সোহরাওয়ার্দী শুভ ছাড়া আর কেউ সেভাবে রান করতে পারেননি। জসিমউদ্দিনের ব্যাটে ভর করে তারা তারপরও ধীরে ধীরে এগোচ্ছিল। জসিমউদ্দিন ৮৯ বলে ২টি করে চার ও ছক্কা মেরে ৫২ রান করে মাজ আহমেদ সাদকাতের বলে শাহরিয়ার কমল স্টাম্পিং করেন। এরপর সোহরাওয়ার্দী শুভর ব্যাট দলের সংগ্রহকে কিছুটা হৃষ্টপুষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু দলীয় ১৪৪ রানে সোহরাওয়ার্দী শুভ ৩০ রান করে আসিফ হাসানের বলে রায়হান রাফসানের হাতে ধরা পড়ে বিদায় নেওয়ার পর বাকিরা আর টিকতে পারেননি। লিওপার্ডসের শেষ ৫ উইকেট পড়ে ৬.৪ ওভারে ১৮ রানে। সিটি ক্লাবের রাফসান ১৬ ও আসিফ ৩০ রানে ৩টি করে এবং মাজ আহমেদ সাদকাত ১৯ ও রবিউল হক ৩২ রানে নেন ২টি করে উইকেট।
ছোট টার্গেটের পেছনে ছুটে ওপেনার রায়হান রাফসান ও শাহরিয়ার কমলের জোড়া ফিফটিতে বড় জয়ের দিকেই ছিল। দলীয় ৫ রানে ওপেনার তৌফিক খান ১৭ রান করে আউট হওয়ার পর রায়হান ও শাহরিয়ার দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন। এসময় ওপেনার রাফসান ৮৩ বলে ১ ছক্কা ও ৬ চারে ৫০ রান করে চাতুরাঙ্গা ডি সিলভার বলে রকিবুলের হাতে ধরা পদে বিদায় নেওয়ার পর তারা দ্রুত মাজ আহমেদ ও রাফসান আল মাহমুদের উইকেট হারায়। জয়রাচ শেখ এসে শাহরিয়ারের সঙ্গে জুটি বাধার পর আর কোনো উইকেটের পতন হয়নি। শাহরিয়ার ১১৫ বলে ৩ চারে ৬৯ রান করে অপরাজিত থাকেন। চাতুরাঙ্গা ডি সিলভা ৩১ ও মঈন খান ৩৪ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/এসজি