তাসকিনের বোলিং দেখে মুগ্ধ রোহিত শর্মা
চট্টগ্রামে সোমবার (২৭ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। টস হেরে ব্যাট করতে নেমে রনি-লিটনরা চার-ছক্কার ফুলঝুরি ছিটিয়েছেন। পরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। ২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। যার ৩টিই ছিল আবার এক ওভারে। তার এমন বোলিং দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯.৩ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করার পর বৃষ্টি আসে। পরে বৃষ্টি আইনে আইরিশদের সামনে টার্গেট দেওয়া হয় ৮ ওভারে ১০৪ রানের। আর সেখানেই আগুন ঝরানো বোলিং করেন তাসকিন। প্রথম ২ ওভারেই তারা তুলে নিয়েছিল ৩২ রান। এরপর হাসান মাহমুদ এসে লাগাম টেনে ধরেন। ৪ রান দিয়ে নেন ১ উইকটে। আর সেখানে এসে পরে ক্ষেপণাস্ত্র ফেলেন তাসকিন। এক ওভারে তুলে নেন ৩ উইকেট। পরে নেন আরও ১ উইকেট। ১৬ রানে ৪ উইকেট নিয়ে তিনি ক্যারিয়ারের সেরা বোলিং করেন।
তাসকিনের এমন আগুনঝরা বোলিং দেখে পরে লাইভে এসে রোহিত শর্মা তাসকিনকে প্রশংসায় ভাসান। তিনি বলেন, তাসকিনের বোলিং শুরু থেকে খুব একটা খারাপ ছিল না। কিন্তু সম্প্রতি তার বোলিং অ্যাকশন দেখে পুরো ক্রিকেটবিশ্বই মুগ্ধ হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে তার বোলিং আমি দেখেছি। সে ভবিষ্যতে একজন বিশ্বমানের বোলার হবে বলে আশা করি। তার জন্য আমার শুভকামনা।
এমপি/এসজি