তাসকিনের আইপিএলে খেলার ব্যাপারে লিখিত কিছু পায়নি বিসিবি
বাজার গরম। আইপিএলে ডাক পড়েছে তাসকিন আহমেদের। তাকে দলে নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় সংবাদমাধমের প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোও গুরুত্ব দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে এবং এখনো করে যাচ্ছে। কিন্তু তাসকিনকে পেতে হলে বিসিবির অনাপত্তিপত্র লাগবে। তারও আগে লাগবে আয়োজকদের চাহিদাপত্র।
নিলামের বাইরে কোনো ক্রিকেটারকে দলে নিতে চাইলে আগ্রহী ফ্রাঞ্চাইজি সেই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করবেন। ক্রিকেটার রাজি হলে তখন আয়োজকদের মাধ্যমে লিখিত প্রস্তাব আসে। কিন্তু তাসকিনকে চেয়ে এখন পর্যন্ত বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত লিখিত কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব আসলে আমরা সেটি বিবেচনা করব। আমাদের অন্য ক্রিকেটারদের যে রকম জাতীয় দলের গুরুত্ব বিবেচনা করে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে, তাসকিনের ক্ষেত্রেও সেরকমটি করা হবে।
আইপিএলের এবারের নিলামে নাম ছিল তাসকিন আহমদের। কিন্তু তাকে নিতে কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। কেকেআরের আগ্রহের কারণে নিলামে কিনে নেওয়া নিউ জিল্যান্ডের গতিতারকা লুকি ফার্গুসনের ইনজুরি। জাতীয় দলের হয়ে খেলার সময় এই গতিতারকা ইনজুরিতে পড়েন। ফার্গুসনের এই ইনজুরি তার আইপিএলে খেলা শঙ্কায় ফেলে দেয়। আর খেললেও আইপিএল তখন থাকবে মাঝপথে। তার বিকল্প সন্ধান করতে গিয়ে শাহরুখ খানের দলের নজরে পড়েছে তাসকিন আহমেদকে।
কিন্তু তাসকিনকে নজরে পড়লেও তাকে নিয়মিত পাওয়া নিয়ে শঙ্কা আছে। কারণ এবার বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বিসিবি খুবই কঠোর অবস্থান নিয়েছে। জাতীয় দলকে গুরুত্ব দিয়েছে। ইতোমধ্যে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে বিসিবি অনাপত্তিপত্র দিয়েছে জাতীয় দলকে গুরুত্ব দিয়ে।
বর্তমানে আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফর করছে। এরপর বাংলাদেশ দল আবার যাবে ফিরতি সিরিজ খেলতে ইংল্যান্ডে। এই দুই সিরিজের মাঝেই পড়েছে আইপিএল। ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বিসিবি এই দুই সিরিজকে খুবই গুরুত্ব দিয়েছে। জাতীয় দলের হয়ে টেস্ট না খেলায় মোস্তাফিজ ছাড়পত্র পেয়েছেন সাকিব-লিটনের আগে। ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই মোস্তাফিজ উড়াল দেবেন ভারতে। সাকিব-লিটনকে যেতে হবে ৪ এপ্রিল থেকে শুরু হওয়া একমাত্র টেস্ট শেষ হওয়ার পর। বিসিবি তাদের ৮ এপ্রিল থেকে ছাড়পত্র দিয়ে রেখেছে। সাকিব-লিটনের মতো তাসকিনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তিনিও টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। তাই কেকেআর তাকে নিতে চাইলে আয়াল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর পাবে, আবার মে মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় চলে আসতে হবে।
তাসকিনের প্রতি কেকেআরের আগ্রহ থাকলেও এই বিষয়টি তাদের ভাবাচ্ছে! কারণ কেকেআর চাচ্ছে এমন একজন মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার, যিনি এই মৌসুম পুরোটা দলকে সার্ভিস দিতে পারবেন।
এদিকে তাসকিন আবার অন্য সবার থেকে কিছুটা ব্যতিক্রম। তিনি জাতীয় দলকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকেন। গতবারও তাকে পেতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ইংল্যান্ড পেসার মার্ক উড ইনজুরিতে ছিটকে যাওয়ায় তার বদলে তারা তাসকিনকে চেয়েছিল। কিন্তু সে সময় জাতীয় দলের খেলা থাকায় তাসকিন নিজেই অপরাগতা প্রস্তাব করেছিলেন।
এমপি/এসজি