লো-স্কোরিং ম্যাচে শেখ জামালের জয়
বোলারদের দাপটে ভরা লো-স্কোরিং ম্যাচে শাইন পুকুরকে ৫৫ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের ৯ উইকেটে করা ১৯৬ রানের জবাব দিতে নেমে শাইন পুকুর ৪১.৫ ওভারে ১৪১ রানে অলআউট হয়। ৫ ম্যাচে শেখ জামালের এটি ছিল টানা পঞ্চম জয়। তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে শাইন পুকুরের পয়েন্ট ২। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের সাতে।
আজ (২৭ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ফরহাদ রেজা ও মেহেদি হাসান রানার তোপে পড়ে শেখ জামাল ২৬ রানে ৫ উইকেট হারিয়ে খুবই বিপদে পড়ে। এই অবস্থায় দলের ত্রাতা হয়ে হাজির হন ফজলে রাব্বি। তিনি এক প্রান্ত আগলে রেখে ১০৮ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৯১ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া জিয়াউর করেন ২৪ রান। মেহেদি হাসান রানা ৩১ রানে নেন ৩ উইকটে। ২টি করে উইকেট নেন ফরহাদ রেজা ও হাসান মুরাদ।
ছোট টার্গেটের পেছনে ছুটে শাইন পুকুরের ব্যাটসম্যানরা আরও বেশি বিপদে পড়েন। শেখ জামালের মতো মড়ক না লাগলেও নিয়মিত উইকেট পড়তে থাকে। কেউ খেলতে পারেননি লম্বা ইনিংস। সর্বোচ্চ ২৯ রান করে আসে শামসুর রহমান ও ফরহাদ রেজার ব্যাট থেকে। এ ছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ২২, অমিত হাসান ২১ রান করেন। পারভেজ রাসুল ৯, আরিফ আহমেদ ২০, এবাদত হোসেন ৩১ ও মৃত্যুঞ্জয় ৩১ রানে নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হন ফজলে রাব্বি।
এমপি/এসজি