গাজীর কাছে প্রাইম ব্যাংকের প্রথম হার
এবার প্রিমিয়ার লিগে সমান তালে এগোচ্ছিল প্রাইম ব্যাংক, আবাহনী, শেখ জামাল ও লিজেন্ডস অব রূপগঞ্জ। নেট রান রেটে তারাই ছিল শীর্ষে। কিন্তু পঞ্চম রাউন্ডে এসে হোঁচট খেয়েছে প্রাইম ব্যাংক। তারা প্রথম হারের স্বাদ নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৫ উইকেটে হেরে। প্রাইম বাংক ২০৪ রান করে অলআউট হলে গাজী গ্রুপ সেই রান অতিক্রম করে ৩৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান করে। এই হারে প্রাইম ব্যাংক শীর্ষ স্থান হারিয়ে নেমে গেছে চারে। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮। গাজী গ্রুপ টানা ২ ম্যাচ হারের পর আবার পেল জয়ের দেখা। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৫। তাদের অবস্থানও পাঁচে।
সোমবার (২৭ মার্চ) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী গ্রুপকে জয় এনে দিয়েছেন ব্যাট হাতে রাভি তেজা ১০১ রানের ইনিংস খেলে। ২০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ২৬ রানে হারায় ২ উইকেট। এরপর তৃতীয় উইকেট জুটিতে রাভি তেজা ও মাহমুদু হাসান ২৮.১ ওভারে ১৩৪ রানের জুটি গড়েন। দলকে জয়ের পথে নিয়ে গিয়ে দুই জনেই ফিরে যান ৩ রানের ব্যবধানে। মাহমুদুল ৯৩ বলে ৪৫ রান করে রুবেলের বলে বোল্ড হন। রাভি তেজা ৯২ বলে ৫টি করে চার ও ছক্কা মেরে ১০১ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউয়ের শিকার হন। পরে এনামুল খেলেন ২৫ রানের অপরাজিত ইনিংস। তাইজুল ৩৬ রানে নেন ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৬.৪ ওভারে মাত্র ২০৪ রান করে অলআউট হয়ে যায়। মুশফিকুর রহিম ৭৮ বলে ৬ চারে সর্বোচ্চ ৭৪ রান করেন। ইয়াসির আলী করেন ৪৮ রান। এ ছাড়া নাসির হোসেন করেন ২৫ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল আজ ১৫ রান করে আউট হন।
গাজী গ্রুপের নাহিদুজ্জামান ৩৬ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন এনামুল হক, হুসনা হাবিব ও কাজী অনিক ইসলাম।
এমপি/এসজি