আয়ারল্যান্ডের লক্ষ্য ৮ ওভারে ১০৪ রান
বৃষ্টির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আবার মাঠে গড়াতে যাচ্ছে। বৃষ্টি আইনে আইল্যান্ডের সামনে টার্গেট দেওয়া হয়েছে ৮ ওভারে ১০৪ রানের। ওভারপ্রতি ১৩ রান করে।
এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করার পর বৃষ্টি চলে আসলে আর ব্যাট করতে নামতে পারেনি।
চট্টগ্রামে বৃষ্টি হলেও মুষলধারে হয়নি। গুড়ি গুড়ি হয়েছে। মাঝে থেমে যাওয়ায় পিচ কভারও তুলে নিয়ে আবার সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া হয়েছিল বৃষ্টি আবার শুরু হওয়ায়। এরকম দোলাচলে খেলা একরকম অনিশ্চিত হয়ে পড়ে। এদিকে খেলা শুরুর শেষ সময় ছিল ৫টা ১০ মিনিট। তবে বিশেষ কারণে এক ঘণ্টা সময় বাড়ানো যায়। এই সময়কে কাজে লাগিয়ে ৫টা ৪০ মিনিটে আম্পায়াররা খেলা শুরুর সিদ্ধান্ত নেন। যেখানে আয়ারল্যান্ডকে টার্গেট দেওয়া হয়েছে ৮ ওভারে ১০৪ রানের।
এমপি/এসজি