যেখানে ছিলেন শুধু সাকিবই
২০১৬ সালের পর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সোমবার ফের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যক্ত। এর আগে দুই দেশ খেলেছিল ৪টি ম্যাচ। যেখানে আইরিশরা জিতেছিল ১টি ম্যাচ। যে ম্যাচ ছিল আবার দুই দেশের প্রথম ম্যাচ। এরপর বাংলাদেশ আয়ারল্যান্ডে গিয়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে গিয়ে ৩ ম্যাচের সিরিজের সবকটি জিতেছিল। সারমর্ম দুই দেশ ৫টি ম্যাচ খেলেছে। বাংলাদেশের জয় ৩টিতে, আয়ারল্যান্ডের ১টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত।
এই ৫টি ম্যাচে বাংলাদেশের হয়ে যারা খেলেছিলেন তাদের মাঝে সব কয়টি ম্যাচ খেলা একমাত্র সাকিব আল হাসানই আছেন আজকের ম্যাচে। এ ছাড়া পরিত্যক্ত হওয়া ম্যাচটিতে সাকিবের সঙ্গে খেলেছিলেন তাসকিনও। কিন্তু তিনি ব্যাটিং-বোলিং কিছুই করতে পারেননি। সাকিবও সেই ম্যাচে ব্যাটিং-বোলিং করার সুযোগ পাননি।
আগের ৫ ম্যাচ খেলা সাকিব আজ দলকে নেতৃত্ব দেবেন। সেই ৫টি ম্যাচ তিনি খেলেছিলেন ৩ জন অধিনায়কের নেতৃত্বে। ২০০৯ সালে ইংল্যান্ডের নটিংহ্যামে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। দেখাটা সুখকর হয়নি বাংলাদেশের। দ্বিতীয় পর্বে যাওয়ার বাঁচা মরার লড়াইয়ে তারা হেরে গিয়েছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। ব্যাট হাতে সাকিব করেছিলেন ৭ রান । বল হাতে নিয়েছিলেন ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট।
মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে দলটিতে খেলেছিলেন তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ. মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন।
২০১২ সালে বাংলাদেশ আয়ারল্যান্ড গিয়েছিল ৩ ম্যাচের সিরিজ খেলতে। এবার আর আইসিসির সহযোগী দেশটিকে কোনও রকম সুযোগ দেয়নি। সব কয়টি ম্যাচ জিতেছিল। যদিও শেষ দুইটি ম্যাচের ফলাফল এসেছিল শেষ বলে। প্রথম ম্যাচ ৭১ রানে জেতার পর শেষ ২ ম্যাচ জিতেছিল ১ রানে ও ২ উইকেটে।
এই সিরিজে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ অপরবর্তিত একাদশে নিয়ে খেলেছিল। দলের অপর খেলোয়াড়রা ছিলেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসনে, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা আবুল হাসান ও ইলিয়াস সানি। শেষ ম্যাচে আবুল হাসানকে বাদ দিয়ে নাজমুল হোসেনকে দলে নেওয়া হয়েছিল।
সিরিজে সাকিবের রান ছিল ৫৭ ,১১ ও ৩ রান। বল হাতে প্রথম ২ ম্যাচে তিনি কোনও উইকেট পাননি। ২৬ ও ৩১ রান দেয়েছিলেন। শেষ ম্যাচে ২৮ রানে পেয়েছিলেন ১টি উইকেট।
আয়রল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ মাঠে নেমেছিল ২০১৬ সালের বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে। খেলাটি আর শেষ হতে পারেনি। ভারতের ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ ওভারে ২ উইকেটে ৯৪ রান করার পর বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে যায়। তামিম ইকবাল ৪৭ ও সৌম্য সরকার ২৯ রানে আউট হয়েছিলেন। ১৩ রানে অপরাজিত ছিলেন সাব্বির রহমান। মাশরাফির নেতৃত্বে দলের অপর খেলোয়াড়রা ছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আবু হায়দার, তাসকিন আহমেদ ও আল আমিন হোসেন।
এমপি/এসআইএইচ