আয়ারল্যান্ডের নেতৃত্বে পরিবর্তন
হঠাৎ করেই বড় পরিবর্তন এলো আয়ারল্যান্ড শিবিরে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না অ্যান্ড্রু বালবির্নি। তাতে নেতৃত্বে এসেছে পরিবর্তন। নিয়মিত অধিনায়ক বালবির্নির পরিবর্তে আইরিশদের অধিনায়কত্ব করবেন দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য পল স্টার্লিং।
আগামীকাল চট্টগ্রামে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সফরকারীরা ইতিমধ্যে ওয়ানডে লেগে নাকানিচুবানি খেয়েছে। ভরাডুবির পর ক্রিকেট সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের দেখে নেওয়ার হুমকি দিয়ে রেখেছে আইরিশরা।
এরই মধ্যে বালবির্নিকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হেনরিখ মালান। আইরিশ কোচ জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ এবং বিশ্বকাপ সুপার লিগ সিরিজের প্রস্তুতিতে মনোনিবেশ করতে চান বালবির্নি। তাই তাকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে।
২০১৯ সাল থেকে আয়ারল্যান্ডের সহ-অধিনায়ক স্টার্লিং। টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন ছয়বার। সংখ্যাটি আরও বাড়ানোর সুযোগ পেয়েছেন বাংলাদেশ সিরিজে। চট্টগ্রামে তার ডেপুটি হিসেবে থাককেন লরকান টাকার।
এমএমএ/