রিশাদের মাঝে ‘স্পেশাল’ কিছু দেখছেন হাথুরু
কোচ চন্ডিকা হাথুরুসিংহে যেন এক চমকের নাম। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর খুবই দ্রুততম সময়ে তিনি বদলে পরিবর্তনের ডাক দিয়ে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন। যে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল দিক হারা নাবিক, সেই বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে করেছে ‘বাংলাওয়াশ’।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বাংলাদেশ শেষ ম্যাচে জয় পেয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে রেকর্ডের পসরা সাজিয়ে। জাতীয় দলের হয়ে দারুণ পারফরম করা আফিফ হোসেন কয়েকটি ম্যাচ ভালো করতে না পারাতে তাকে বাদ দিতে কার্পণ্য করেননি। অন্য কেউ হলে হয়তো সময়ই নিতেন।
হাথুরুর চমক এখানেই শেষ নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘরোয়া ক্রিকেটে তেমন কোনো সাফল্য না থাকার পরও শুধুমাত্র নেট বোালিং দেখে হাথুরুসিংহে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়ে চমক দেখিয়েছেন।
রিশাদ হোসেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২০টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচে উইকেটশূন্য থাকার পর আর কোনো ম্যাচে খেলতে পারেননি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ ম্যাচ খেলে উইকেট পেয়ছেন মোটে ৬টি।
পুরো দলই চলছে এখন হাথুরুসিংহের প্রেসক্রিপশনে। হাথুরুসিংহের প্রেসক্রিপশন এতই কড়া যা সবাই মেনে চলছেন একান্ত বাধ্যগত ছাত্রের মতো। যে সাকিব জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে চলে যান, সেই সাকিবকে এবার জাতীয় দল খেলতে বাধ্য করিয়েছেন হাথুরুসিংহে এবং বলেছেন (আইপিএলে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের উদ্দেশে) সবার আগে জাতীয় দল।
বাংলাদেশে লেগ স্পিনারদের ইতিহাস নেই বললেই চলে। ইতিহাস রচনা করতে এসে শুরুতেই হারিয়ে গেছেন যুবায়ের লিখন, আমিনুল ইসলাম বিপ্লবের মতো বোলাররা। জাতীয় দলতো দূরের কথা, তারা ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলার সুযোগ পান না। রিশাদ হোসেন কি সেখানে ‘বিপ্লব’ ঘটাতে পারবেন? হাথুরুসিংহের প্রেসক্রিপশন হওয়াতে এখানে ‘ফুল’ ফুটার সম্ভাবনাই বেশি মনে করা হচ্ছে। হাথুরুসিংহে ৬ ফুট উচ্চতার রিশাদকে দেখছেন স্পেশাল’ কিছু হিসেবে।
আজ চট্টগ্রামে রিশাদ হোসেনকে নিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ওর জন্য নতুন শুরু । ওর স্কিল অনেক ভালো। তার মাঝে স্পেশাল কিছু আছে। সময় নিয়ে ঘষে-মেঝে আমরা তাকে গড়ে তুলতে পারি।’
হাথুরুসিংহের কাছে রিশাদ আগামী দিনে ট্র্যাম্প কার্ড। তিনি বলেন, ওকে দলে নেওয়ার আমাদের মূল ভাবনা হলো আগামীর কথা বিবেচনা করে। এই সিরিজে সে ভালো করুক, বা না করুক, ভবিষ্যৎয়ের জন্য আমরা কিছু স্পিনার খুঁজছি, যারা আক্রমণাত্বক হবে।’
এমপি/এমএমএ/