টি-টোয়েন্টিতে পাল্টা আঘাত হানতে চায় আয়ারল্যান্ড
ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল। পরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতিছিল ‘বাংলাওয়াশ’ করে।
ইংল্যান্ডে সিরিজের পরপরই বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে (একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সামনে টি-টোয়েন্টি সিরিজ। এখানেও কি বাংলাদেশ জিতেবে, না কি ইংল্যান্ডের মতো সিরিজের ফলাফল হবে। আয়রল্যান্ডের ব্যাটসম্যান রস অ্যাডায়ার সে রকম ইংগিতই দিয়ে রেখেছেন।
শনিবার (২৫ মার্চ) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘ওয়ানডে সিরিজ হেরে যাওয়াতে আমরা হতাশ। এখানে (চট্টগ্রামে) আমরা নতুন করে শুরু করার অপেক্ষায় আছি। ফরম্যাট ভিন্ন। আমরা তাই পজেটিভ। ঘুরে দাাড়াতে মরিয়া। যদিও আমরা জানি বাংলাদেশ কতটা শক্তিশালী। তারপরও আমরা জেতার সুযোগ নিতে আপ্রাণ চেষ্টা করব।’
টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ওয়ানডে ক্রিকেটের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে তারা প্রথম ম্যাজে জিতেছিল। এ ছাড়া, গত বিশ্বকাপে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। স্কটল্যান্ড ও উইন্ডিজকে হারানোর পর তারা ইংল্যান্ডকেও হারিয়েছিল। এই ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষে সিরিজেও ধরে চায় আইরিশরা।
অ্যাডায়ার বলেন, ‘বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে। আক্রমণাত্বক ক্রিকেট আমরা খেলতে চাই।’
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের পারফরম্যান্স নিয়ে অ্যাডায়ারের আত্নবিশ্বসাী। তিনি বলেন, ‘আমরা আমাদের নিজেদের ক্রিকেট নিয়ে গর্বিত। নিজেদের অর্জনের আমরা গর্ব খুঁজে পাই। অনেকেরই মনে হতে ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো কিছু করতে পারিনি। কিন্তু আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করেছি। টি-টোয়েন্টিতে আমরা ভালো কিছু করার আশা করছি। গত বিশ্বকাপে আমরা ভালো করেছি। বড় দলগুলোর বিপক্ষে আমাদের একাধিক জয় ছিল। সেই ধারা আমরা এই সিরিজেও নিয়ে আসতে চাই।’
রস অ্যাডায়ার ব্যক্তিগত ভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি পছন্দ করেন জানিয়ে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি টি-টোয়েন্টি ক্রিকেটে খুব পছন্দ করি। এই ধরনের ক্রিকেটে ম্যাচের ফলাফল যে কোনো দিকে যেতে পারে।’
এমপি/এমএমএ/