লঙ্কানদের ৭৬ রানের লজ্জায় ডুবিয়ে জিতল কিউইরা
ফরম্যাট বদলালেও ছন্দে ফেরা হলো না শ্রীলঙ্কার। উল্টো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেয়েছে তারা। তাতে তিন ম্যাচ সিরিজ শুরু করেছে ১৯৮ রানে হেরে। এর আগে টেস্টে কিউইদের বিপক্ষে ধবলধোলাই হয়েছে সফরকারীরা।
শনিবার (২৫ মার্চ) অকল্যান্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড অলআউট হয় ২৭৪ রানে। রান তাড়ায় ১৯.৫ ওভারে ৭৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই সর্বনিন্ম দলীয় সংগ্রহ তাদের এবং যেকোনো প্রতিপক্ষ বিবেচনায় পঞ্চম সর্বনিন্ম।
প্রথম ওয়ানডেতে ব্যাটারদের সম্বলিত প্রচেষ্টায় চ্যালেঞ্জিং পুঁজি পায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংসি খেলেন ওপেনার ফিন অ্যালেন। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি অভিষিক্ত রাচিন রবীন্দ্রর। ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৪৭ রান।
অবদান রাখেন গ্লেন ফিলিপসও। তিনি করেন ৩৯ রান। অর্থাৎ একাধিক ব্যাটারের ব্যাটে ভর করে লড়াই করার ভালো পুঁজি পায় কিউইরা। শ্রীলঙ্কার সফল বোলার ছিলেন চামিকা করুনারত্নে। শিকার করেন ৪ উইকেট। কাসুন রাজিথা ও লাহিরু কুমারা ২টি করে এবং দিলশান মাদুসাঙ্কা ও দাসুন শানাকা ১টি করে উইকেট পান।
বোলিংয়ে বোলাররা কিছুটা লড়াই দেখাতে পারলেও ব্যাটিংয়ে নিদারুণ ছিলেন লঙ্কান ব্যাটাররা। সফরকারীদের মাত্র তিন ব্যাটার ছুঁতে পারেন দুই অঙ্কের রান। সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, যিনি দুই বছরে প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামলেন।
শ্রীলঙ্কার সর্বনাশ করেছেন হেনরি শিপলি। তিনি শিকার করেছেন ৫ উইকেট। ২টি করে উইকেট পান ড্যারিল মিচেল ও ব্লেয়ার টিকনার।
এমএমএ/