বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক

আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজে যখন দলের ব‌্যাটসম‌্যানরা রানের ফুলঝরি ছিটাচ্ছিলেন, সেখানে তামিম ইকবাল রান পাচ্ছিলেন ন। রেকর্ডে ভরা শেষ ম‌্যাচে তিনি রানের দেখা পান। অপরাজিত থাকেন ৪১ রানে। সেই ইনিংসই যেন তামিম ইকবাল পরের দিন টেনে আনেন ঢাকায়। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তা প্রয়োগ করেন মোহামেডানের বিপক্ষে। তার এই প্রয়োগে সহজ পায় প্রাইম ব‌্যাংক। ৭ উইকেটে ম‌্যাচ জিতে লিগে তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। বিপরীতে এখনো জয়হীন মোহামেডান। তিন ম‌্যাচ হেরে পরিত‌্যক্ত হওয়া একটি ম‌্যাচ থেকে তারা ১ পয়েন্ট পেয়েছিল।

আজ (২৪ মার্চ) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব‌্যাট করতে নেমে মোহামেডান ৪২ ওভারে মাত্র ১৯৯ রানে অলআউট হয়ে যায়। প্রাইম ব‌্যাংক সেই রান তাড়া করে তামিম ইকবালের অপরাজিত ১০৯ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ৪২.১ ওভারে। তার সঙ্গে ৩৯ রানে অপরাজিত থকেন মুশফিকুর রহিম।

টস হেরে ব‌্যাট করতে নামার পর মোহামেডানের ব‌্যাটসম‌্যানরা মোটেই সুবিধা করতে পারেননি। প্রাইম ব‌্যাংকের তিন বোলার নাসির হোসেন, রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা মিলে মোহামেডানের ব‌্যাটসম‌্যানদের লাগাম টেনে ধরেন।

বোলারদের এরকম তোপের পরও অধিনায়ক ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কান মারমুখী সূচনা করেছিলেন। ৬.১ ওভারে তারা ৪৪ রান এনে দেন। ইমরুল ২২ বলে ১ ছক্কা ও ৩ চারে ২২ রান করে নাসিরের বলে তারই হাতে ক‌্যাচ দিয়ে বিদায় নেন। এই নাসিরই পরে সৌম‌্য সরকারকে ১৭ রানে ফিরিয়ে দিয়ে দ্বিতীয় আঘাত হানেন।

মাহিদুল ইসলাম অঙ্কন ও অনুষ্টুপ মুজমদার হাল ধরে দলের সংগ্রহ বড় করার চেষ্টা চালান। কিন্তু খুব বেশি দূর যেতে পারেননি। জুটিতে ৩৩ রান আসার পর অঙ্কন ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করে শরিফুলের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ (১৮), আরিফুল হক (২২), শুভাগত হোম (২৬) কেউই বড় ইনিংস খেলতে না পারলে মোহামেডান ১৯৯ রানে অলআউট হয়ে যায়। নাসির ২৯ রানে ৩টি, রেজাউর রহমান রাজা ৩১ রানে ও রুবেল হোসেন ৫৪ রানে নেন ২টি করে উইকেট।

জয়ের লক্ষ‌্যে ব‌্যাট করতে নেমে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন দলকে উড়ন্ত সূচনা এনে দেন। মাত্র ১৪.২ ওভারে তারা ৭৩ রান যোগ করে দলের বড় জয়ের ভীত গড়ে দেন। মোহাম্মদ মিঠুন ৩৬ বলে ২ ছক্কা ও ১ চারে ৩১ রান করে শুভাগত হোমের বলে সৌম‌্য সরকারের হাতে ধরা পড়ে বিদায় নেওয়ার পর প্রাইম ব‌্যাংকের ইনিংসে একটি মিনি ধস নামে দ্রুতই ফিরে যান নাসির হোসেন (১) ও ইয়াসির আলী (১)। দুইজনকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ। দলের রান তখন ৩ উইকেটে ৮৩। ১০ রানে নেই ৩ উইকেট। কিন্তু এই চাপকে আর বাড়তে দেননি তামিম ইকবাল। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে তিনি আর কোনো উইকেটেরই পতন হতে দেননি। ২৪.৫ ওভার খেলে অবিচ্ছিন্ন থেকে জয়ের জন‌্য প্রয়োজনীয় বাকি রান সংগ্রহ কেরে নেন। জুটিতে তারা যোগ করেন ১১৯ রান।

তামিম ইকবাল ৭৬ বলে হাফ সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করেন ১৪৫ বলে এনামুল হক জুনিয়রকে এক্সটা কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে। ম‌্যাচসেরা তামিম ১৫৬ বলে ১২ চারে ১০৯ ও মুশফিকুর রহিম ৫৭ বলে ২ চারে ৩৯ রান করে অপরাজিত থাকেন। খালেদ আহমেদ ৪৬ রানে নেন ২ উইকেট।

এমপি/এসজি

Header Ad

গাজায় একদিনে আরও ৩৩ জন নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) একদিনে আরও ৩৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ১৩৪ জন।

বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ২৮২ জনে এবং ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে।

তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ছাড়া ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজার সকলেই এখন খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছেন।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

Header Ad

বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী

ফাইল ছবি

বঙ্গোপসাগরের মিয়ানমার বর্ডারে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসারে এ ঘটনা ঘটে।

আহত জেলের নাম মোহাম্মদ এরশাদ (৪০), তিনি সেন্টমার্টিন গলাচিপার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকায়।

এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিনের এক ইউপি সদস্য বলেন, সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অংশে দেশটির নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।

দ্বীপের এক বাসিন্দা জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, ভুলক্রমে মিয়ানমার নৌবাহিনী ওই জেলেকে গুলি করেছে। পরে তারা আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয় বলে বিষয়টি জেনেছি।

Header Ad

সম্পত্তির জন্য বাবাকে তালাবদ্ধ করে রাখলো মেয়েরা

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে বাবাকে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে।

বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা
মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে, রেবা আক্তার, লাকি আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা পিতা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় একদিনে আরও ৩৩ জন নিহত
বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী
সম্পত্তির জন্য বাবাকে তালাবদ্ধ করে রাখলো মেয়েরা
হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক
বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল
দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট